ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হলেন।
সর্বসম্মতিক্রমে গত ৩০ জানুয়ারি, শনিবার এশিয়ান ক্রিকেটের শীর্ষপদে নির্বাচিত হন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক সভাপতি ও দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহ’র পুত্র জয় শাহ।
এশিয়ান ক্রিকেট সংস্থার এই শীর্ষ পদটিতে প্রতি দুই বছর পর পর পরিবর্তন আসে। নিয়ম অনুযায়ী পর্যায়ক্রমে সদস্য দেশগুলোর বোর্ডের সভাপতি এই পদটি গ্রহণ করেন। সে অনুযায়ী এবার বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতির এসিসি প্রধানের দায়িত্ব গ্রহণ করার কথা ছিল। কিন্তু এই ক্ষেত্রে বিশেষ বিবেচনায় বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ এই পদের দায়িত্ব নিচ্ছেন বলে জানা গেছে।
নতুন দায়িত্ব পেয়ে জয় শাহ বলেন, ‘আমার লক্ষ্য হলো এশিয়ান ক্রিকেটকে আরো সংগঠিত করা এবং ক্রিকেটকে সবত্র ছড়িয়ে দেওয়া।’
এশিয়ার ক্রিকেটের সর্বোপরি উন্নয়নের জন্য সকলে অবশ্যই দৃঢ় প্রত্যয়ী হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এসিসি’র সভাপতি হিসেবে জয় শাহর সামনে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে এশিয়া কাপ আয়োজন। কূটনৈতিক কারণে এই আসরের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের একসাথে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। গত বছর এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের মহামারীর কারণে আসরটি ২০২১ সালের জুন মাসে পিছিয়ে নেয়া হয়েছে।