দেশের কোনায় কোনায় এমন অনেক মানুষ রয়েছেন, যাদের প্রতিভা থাকলেও নেই সুযোগ। তবে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অ্যা’পসের মাধ্যমে তারা নানারকমভাবে বিশ্বের সামনে নিজেদের প্রতিভা প্রদর্শন করতে পারছেন। প্রতিভা প্রদর্শনের দৌড়ে কিশোর-কিশোরী যুবক-যুবতীদের সাথে বয়স্করাও পিছিয়ে নেই। তবে বর্তমানে নানা রকম অ্যাপের মাধ্যমে আক’র্ষ’ণীয় ভিডিও পো’স্ট করে ভাইরাল হয়ে যাচ্ছেন প্রায় প্রতিদিনই নানা মানুষ।
এই সমস্ত অ্যা’পগুলি ব্যবহার করে মানুষ তার প্রতিভাকে করে তুলেছে আরো আ’ক’র্ষণীয়। সুন্দরভাবে পরিবেশিত ভিডিওগুলি দেখে মন জুড়িয়ে যায় সকলের। যদিও উপযুক্ত প্রতিভা ছাড়া কোন অ্যাপের মাধ্যমে কিছু করা সম্ভব নয়, সবকিছুর জন্য চাই প্রতিভা। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায় বিভিন্ন ডান্স একাডেমির ভিডিও, এখানে বিশেষ করে কিশোর কিশোরী এবং তরুণ-তরুণীরা সৌ’ন্দ’র্য ও প্রতিভার সামঞ্জস্যের মাধ্যমে মানুষের মন জয় করেছেন বারবার।
সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দুই মহিলা লাল ও হলুদ শাড়ি পরে “টিপ টিপ বর্সা পানি” গানে নাচ করছে। নাচের মধ্যে উল্লেখযোগ্য ব্যাপার হলো, দুই মহিলার স্থু’ল শ’রী’র হলেও তারা যথেষ্ট এ’না’র্জি নিয়ে নেচেছে তারা। তাদের এই এ’না’র্জিতে যথেষ্ট প্র’শং’সা করেছে।
বয়স হলেও তারা যথেষ্ট নি’খুঁ’ত ভাবে নেচেছে গানের সাথে। তাদের পারফ’রম্যান্স দেখে মু’গ্ধ হয়ে গেছে দর্শকরা। ভিডিওটি পো’স্ট করা হয়েছে “মীনাক্ষী ভাটিয়া” নামে একটি অফি’সিয়াল ইউটি’উব চ্যা’নেল থেকে।
নাচটি choreography করেছেন অরুণিমা দে। প্রায় ৭০০০ মানুষ ভিডিওটি লা’ই’ক করেছেন। ক’মেন্ট করেছেন প্রায় ২৩৫ জনের মতো মানুষ।
প্রতিটি কমেন্টে দুই মহিলার প্র’শং’সায় প’ঞ্চমু’খ সকলে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এভাবেই বহু অনামী প্রতিভাবান শিল্পী তাদের প্রতিভা বিশ্বের সামনে পরিবেশন করতে পারছেন,
তারা তাদের যোগ্য স’ম্মান পাচ্ছেন। সোশ্যাল মিডিয়া এভাবেই পৃথিবীর কোনায় কোনায় থাকা প্রতিভাবান ব্য’ক্তিদের সকলের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে।