তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান দেশটির নৌবাহিনীর সাবেক অ্যাডমিরালদের সাম্প্রতিক খোলা চিঠি ‘রাজনৈতিক অভ্যুত্থানের’ আভাস বলে মন্তব্য করেছে। শনিবার (৩ এপ্রিল) প্রেসিডেন্ট কার্যালয়ের সমালোচনা করে একটি চিঠিতে সই করেন ১০৪ জন সাবেক অ্যাডমিরাল। এর পরিপ্রেক্ষিতে ১০ সাবেক অ্যাডমিরালকে গ্রেফতার করে তুরস্কের নিরাপত্তা বাহিনী।
চিঠিতে তারা বলেন, ইস্তানবুলে এরদোগানের নতুন খাল খনন প্রকল্প ৮৫ বছরের পুরনো মনট্রিক্স নৌচুক্তিকে ঝুঁকিতে ফেলে দেবে। সরকার তুরস্কের ইতিহাসকে সামরিক অভ্যুত্থানের সঙ্গে জড়িয়ে ফেলেছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, তবে ওই চুক্তির প্রতি অঙ্গীকারাবদ্ধ থাকার কথাও জানিয়েছেন এরদোগান।
এদিকে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি জানায়, এই খোলা চিঠির ঘটনায় তদন্ত করা ঘোষণা দিয়েছে তুরস্কের সরকারি কর্তৃপক্ষ।
এদিকে সোমবার (৫ এপ্রিল) এরদোগান বলেন, ঘোষণাপত্র প্রকাশ করা সাবেক অ্যাডমিরালদের কাজ না। তাদের এই খোলা চিঠি রাজনৈতিক অভ্যুত্থানেরই আভাস দিচ্ছে। যে দেশের ইতিহাসের পুরোটাই অভ্যুত্থান আর বিবৃতিতে ভরা, সেই দেশে মধ্যরাতে ১০৪ সাবেক জেনারেলের এহেন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
এছাড়া তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আমাদের গণতন্ত্রকে নস্যাৎ করতেই এই চিঠি প্রকাশ করা হয়েছে। গত মাসে ২৮ মাইল দীর্ঘ নতুন জাহাজ লেনের অনুমোদন দিয়েছে তুরস্ক, যা কৃষ্ণ সাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে সংযুক্ত করবে।