একুশে গ্রন্থমেলা ২০২০ এ ‘অবসান’ এর মাধ্যমে সমাজের উচ্চবিত্ত ও নিম্নবিত্ত আর তাদের মধ্যকার সামাজিক বৈষম্যের হেরফেরের কবলে পড়ে যে কোনো সম্পর্কের শেষ পরিণতি বিভিন্ন দিক ও তার ভয়াবহতা কে উপন্যাস আকারে প্রাকাশ করতে যাচ্ছেন ভোলা জেলার কৃতি সন্তান ও তরুন লেখক, কথা সাহিত্যিক মোঃ জয়নুল আবেদীন সৈকত।
প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ‘সমতট’।‘অবসান’ উপন্যাসের প্রচ্ছদ করেছেন প্রচ্ছদশিল্পী মনিরুজ্জামান ৷ পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এ।
বইটির ফ্ল্যাপে বলা হচ্ছে, উচ্চবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবন, বাস্তবতা, টানাপোড়েন, আশা-নিরাশার দোলাচল কিংবা স্রেফ দিনানুদৈনিক কথকথাতেও বাঙময় তার গল্প। ‘অবসান’ উপন্যাসে আবর্তনশীল, প্রায়ই সেখানে গল্পের ভেতর গল্প বলা হয়, ইতস্তত ছড়িয়ে থাকে প্রতীকী ছবি যা শব্দকে ছাপিয়ে বর্ণনায় ভাস্বর হয়ে ওঠে দুটি জীবন বা দুটি পরিবর।
আগের প্রথম কাব্যগ্রন্থ ‘ঐ নীল আকাশ যতদুরে’ প্রকাশ পায় একুশে বইমেলা ২০১৯ সালে ৷ বইটি প্রকাশের মধ্য দিয়ে নতুনভাবে লেখকদের তালিকায় যুক্ত হন লেখক মোঃ জয়নুল আবেদীন সৈকত ৷ যে বইটিতে সন্নিবেশিত হয়েছিল ৩০ টি কবিতা ৷ রোমান্টিকতা, বিচ্ছেদ ব্যাথা আর সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র নিয়ে লেখা ছিল “ঐ নীল আকাশ যতদুরে” কাব্যগ্রন্থের প্রত্যেকটি কবিতা ৷ যেটির প্রচ্ছদ করেছিলেন প্রচ্ছদশিল্পী মোস্তাফিজ কারিগর ৷ পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছিল গ্রন্থটি ৷
তারই ধারাবাহিকতায় এবং পাঠকমহলের অনুরোধে অমর একুশে গ্রন্থমেলা ২০২০ তার দ্বিতীয় গ্রন্থ ‘অবসান ’ প্রকাশ সিদ্ধান্ত গ্রহন করেন ।
লেখা-লেখির পাশাপাশি তিনি বরিশাল বিভাগের যুব সমাজ ও তরুনদের কর্ম সংস্থানের সৃষ্টির লক্ষে ভলেন্টিয়ারিং এর মধ্য দিয়ে নতুন অর্থনৈতিক সিস্টামের কর্ণদ্বার ও সামাজিক সংগঠন আমরা সবাই এর ভাইস প্রেসিডেন্টের দায়ত্ব পালন করছেন ।