মেহেরপুরের গাংনীর পল্লীতে শ্বশুরবাড়ি থেকে ফিরে এক যুবক আত্মহত্যা করেছেন। মৃত ওই যুবকের নাম টোকন (২৫)। ২৭ মে, বুধবার রাতে আত্মহত্যা করেন তিনি। এর মধ্যেই তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত টোকন নিশিপুর গ্রামের ইফার আলীর ছেলে।
গাংনী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
পরিবারের বরাত দিয়ে ওসি ওবাইদুর রহমান জানান, টোকন বুধবার সন্ধ্যার দিকে শ্বশুরবাড়ি হোগলবাড়িয়া গ্রাম থেকে বাড়ি ফিরে আসে। এর পর কারো সাথে কথা না বলে তার শোবার ঘরে প্রবেশ করেন।
তিনি আরো জানান, সকালে ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন জানালার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে দেখেন, টোকন গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে দেখে সে মারা গেছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি।
বাংলা/এনএস