কয়েক কোটি ডলারের জ্যাকপট জেতাটা যে কোনো লটারি পাগল মানুষেরই স্বপ্ন। মেগা মিলিয়ন্স এবার লটারি ক্রেতাদের জন্য নিয়ে এসেছে প্রায় ২ হাজার ৩৭৮ কোটি টাকার বিশাল জ্যাকপট প্রাইজ। এই মুহূর্তে এটিই বিশ্বের বৃহত্তম অঙ্কের লটারি।
পাওয়ার বল বা মেগা মিলিয়নস ইত্যাদি মার্কিন লটারিগুলোতে বিশ্বের সব থেকে বড় পুরস্কার মূল্য থাকে তা অনেকেই জানেন। ২০১৮ সালের মেগা মিলিয়নস জ্যাকপট প্রাইজের মূল্য ছিল ১৫৩.৭ কোটি ডলার! তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে অন্য দেশের মানুষদের কাছে মার্কিন লটারি খেলা কেবলই স্বপ্ন। তবে, এখন আর তা স্বপ্ন নয়! এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম জিনিউজ।
অনলাইনে যে কোনো দেশ থেকে খেলা সম্ভব। বাড়ি থেকে এক পা না বেরিয়েই কিনতে পারবেন ইউএস মেগা মিলিয়নস লটারি টিকিট। সৌজন্যে লোটোস্মাইল ডট কম (lottosmile.com)। বিশ্বের প্রথম সারির লটারি টিকিট ম্যাসেঞ্জার সার্ভিস।
লোটোস্মাইল’র মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ সুরক্ষিত এবং নিয়ন্ত্রিত প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের সেরা লটারি খেলায় অংশ নিতে পারেন। সবচেয়ে বড় কথা, এই পাওয়ারবল জ্যাকপট জেতার সুযোগ পেতে মার্কিন যুক্তরাষ্ট্রে আসার কোনো প্রয়োজন নেই। দেশে বসেই লোটোস্মাইল ডট কম’এ অফিসিয়াল পাওয়ারবল টিকিট কিনে খেলা সম্ভব।
দেশে বসে কীভাবে ২ হাজার ৩৭৮ কোটি টাকার জ্যাকপট জিতবেন?
১. লোটোস্মাইল ডট ইন (LottoSmile.in) অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এটা বিশ্বের অন্যতম লটারি বিক্রেতা পরিষেবা।
২. ৫০টিরও বেশি লটারি খেলার সুযোগ রয়েছে সাইটে। তার মধ্যে থেকে পাওয়ারবল লটারি বেছে নিন।
৩. আপনার প্রিয় নম্বরের টিকিট বেছে নিন বা কম্পিউটারের সিলেক্ট করা যে কোনো নম্বরের টিকিট নিন।
৪. কত লাইন খেলতে চান তা নির্ধারণ করুন। অথবা কোনো লটারি সিন্ডিকেটের সঙ্গে খেলুন।
৫. টিকিট পার্চেস কনফার্ম করুন। ব্যাস, পরবর্তী ড্রয়ের জন্য আপনি প্রস্তুত।
কীভাবে লোটোস্মাইল ডট ইন কাজ করে?
লোটোস্মাইল ডট ইন একটি টিকিট মেসেঞ্জার সার্ভিস। এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানীয় এজেন্টের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের হয়ে লটারি টিকিট কেনা হয়। টিকিটের মূল্যের সঙ্গে স্বল্পমূল্যের সারচার্জ যুক্ত করা হয়। ড্রয়ের আগেই ক্রেতার অ্যাকাউন্টে টিকিটের কপি আপলোড করা হয়। সঙ্গে সাইটের ই-মেল কনফার্মেশনও পাঠানো হয়।
লোটোস্মাইল ডট ইন’এ ক্রেতারা বিশ্বের বৃহত্তম লটারি খেলা, যেমন পাওয়ারবল, মেগা মিলিয়নস, ইউরো মিলিয়নস, দ্য ইতালিয়ান সুপারএনালোত্তো, ইউরোজ্যাকপটসহ আরো অনেক খেলার টিকিট কিনতে পারেন। ক্রেতাদের সহায়তার জন্য লোটোস্মাইল ডট ইন একটি সর্বক্ষণ নিয়োজিত সাপোর্ট টিমও রাখে, যাতে ক্রেতাদের কোনো সমস্যা না হয়।
লোটোস্মাইল’র মুখপাত্র অ্যাড্রিয়ান কোরম্যান্স জানান, ‘আমরা ইউরোপ, লাতিন আমেরিকা এবং এশিয়ার ক্রেতাদের টিকিট কিনতে সাহায্য করছি। তবে ভারতের প্রতিযোগীদের আগ্রহ ও আমাদের প্রতি বিশ্বাস দেখে আমি অভিভূত।’
লটারিতে জিতলে কী হবে?
লোটোস্মাইল ডট ইন’এ লটারি জ্যাকপট জিতলে পুরো পুরস্কারমূল্যটাই আপনার! কোনো কমিশন নেয়া হয় না জয়ী টিকিটের থেকে। পুরস্কারমূল্যের পুরোটাই বিজয়ীর সুরক্ষিত ব্যক্তিগত অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। যেখান থেকে যখন খুশি বিজয়ী ব্যক্তি টাকা তুলে নিতে পারবেন। তবে, লটারি জ্যাকপট জিতলে লটারির অফিসে গিয়ে নিজে প্রাইজ মানি সংগ্রহ করতে যেতে হতে পারে।
এক্ষেত্রে লোটোস্মাইল ডট ইন বিনামূল্যে একজন আইনজীবী দিয়ে আপনাকে লটারির টাকা সংগ্রহে সাহায্য করবে। যে কোনো সময়েই পাওয়ারবল জ্যাকপট জেতা সম্ভব এবং পরবর্তী ড্র খুব শীঘ্রই আসছে। পরবর্তী বিজয়ী ভারতের কেউ হতেই পারেন!
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন : www.LottoSmile.in
বাংলা/এনএস