নীলফামারীতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)’র আরো ১০ জন সদস্য প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এতে করে উত্তরের এই জেলাটিতে মোট ১৯ জন র্যাব সদস্য করোনায় আক্রান্ত হলেন। তারা সবাই র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের সদস্য।
জেলার সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন ২৮ মে, বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেন।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, নীলফামারী সিপিসি ক্যাম্প থেকে নতুন করে ৬৩টি নমুনা সংগ্রহ করে গত বুধবার ঢাকার ডিজিএইচএস পরীক্ষাগারে পাঠানো হয়। এর মধ্যে বৃহস্পতিবার রাতে ১০ জনের রির্পোট পজেটিভ আসে।
প্রসঙ্গত, নতুন ১০ জন আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে নীলফামারীতে করোনায় আক্রান্তের সংখ্যা ১০৮ জনে দাঁড়ালো। আর সারাদেশে মোট ৪০ হাজার ৩২১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৫৫৯ জন। আর সুস্থ হয়েছেন ৮ হাজার ৪২৫ জন।