সম্প্রতি ভারতের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি সংসার ভাঙার খবর পাওয়া যায়। তাকে তালাক দিতে চান স্ত্রী আলিয়া সিদ্দিক। এজন্য নওয়াজউদ্দিনের কাছে উকিল নোটিশও পাঠান তিনি। তবে এজন্য ৩০ কোটি টাকা ও একটি ফ্ল্যাট দাবী করেছেন আলিয়া সিদ্দিক।
এর আগে নওয়াজের বিরুদ্ধে বিবাহ বর্হিভূত সম্পর্ক, পরিবারের বিরুদ্ধে পারিবারিক বিদ্বেষসহ একাধিক অভিযোগ করে বিচ্ছেদের মামলা দায়ের করেন আলিয়া সিদ্দিকি। এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম জিনিউজ।
ওই খবরে বলা হয়, বিচ্ছেদের জন্য নওয়াজউদ্দিন সিদ্দিকির কাছে ৩০ কোটি টাকা দাবি করেছেন তার স্ত্রী। ১০ কোটি তার নিজের জন্য। বাকি ২০ কোটি তার দুই সন্তানের ভবিষ্যতের জন্য। বিপুল অঙ্কের অর্থের পাশাপাশি মুম্বাইয়ের ইয়ারি রোডে ৪ বিএইচকে’র একটি ফ্ল্যাটও দাবি করেছেন আলিয়া।
নওয়াজের সঙ্গে একাধিক নারীর বিবাহ বর্হিভূত সম্পর্কের অভিযোগ করেছেন আলিয়া। তিনি আরো অভিযোগ করেন, নওয়াজ তার গয়ে হাত না তুলতেন এবং চিৎকার চেঁচামেচি করে অশান্তি করতেন, তা অসহ্য হয়ে যায়। একই সঙ্গে নাওয়াজউদ্দিনের মা, বড় ভাইয়ের বিরুদ্ধেও অভিযোগ করেন আলিয়া।
নওয়াজের ভাই সামাস আলিয়ার গায়ে হাতও তোলেন বলে করা হয় অভিযোগে উল্লেখ করেন আলিয়া।
বাংলা/এনএস