‘সহিংসতাকে উদ্বুদ্ধ’ করবে- এমন অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট পোস্ট হাইড করে দিয়েছে সামাজিক যোগাযোগের প্লাটফর্ম টুইটার।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিনেসোটায় পুলিশের হাতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হওয়ার প্রেক্ষিতে বিক্ষোভ-অগ্নিসংযোগ নিয়ে দুটি টুইট করেন ট্রাম্প। সেগুলো প্ল্যাটফর্মের নীতিমালা লংঘন করেছে জানিয়ে হাইড করে দেয় টুইটার।
এর মধ্যে একটি টুইট ‘সহিংসতাকে উদ্বুদ্ধ’ করে উল্লেখ করে ওই টুইটের জায়গায় সতর্কবার্তা জুড়ে দেয় টুইটার। তবে আগ্রহীরা আরেকটি ক্লিক করে এটি দেখতে পারবেন। দ্বিতীয়বার ক্লিক করে টুইটটি দেখা গেলেও নীতিমালা লংঘিত হওয়ায় সেখানে লাইক বা কমেন্ট করতে পারছেন না কেউ।
প্রসঙ্গত, গত ২৫ মে, সোমবার মিনেসোটার মিনিয়াপলিসে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরেন একজন শ্বেতাঙ্গ পুলিশ। এসময় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারান তিনি।
ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনদিন ধরে সহিংস বিক্ষোভ চলছে মিনিয়াপোলিসে। বিক্ষোভকারীরা একটি থানায়ও আগুন ধরিয়ে দিয়েছেন। এমনকি বহু জায়গা থেকে লুটপাটের অভিযোগও পাওয়া গেছে।
বাংলা/এসএ/