নভেল করোনাভাইরাসে আক্রান্ত সিলেটে দেশের প্রথম একজন নার্সিং কর্মকর্তার (ব্রাদার) মৃত্যু হয়েছে। গতকাল ২৯ মে, শুক্রবার রাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রুহুল আমিন নামের ওই ব্রাদার। তিনি ওই হাসপাতালেই কর্মরত ছিলেন।
বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা রোগীদের সেবা দিতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত হয়ে পড়েছিলেন রুহুল আমিন।
তার শারীরিক অবস্থার অবনতি হলে নিজের কর্মস্থল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে রুহুল আমিনকে ভর্তি করা হয়। সেখানের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চার ঘণ্টা পর তিনি মারা যান।
বাংলা/এসএ/