নভেল করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে বন্ধ ঘোষিত মদিনার মসজিদে নববী খুলে দিচ্ছে সৌদি আরব। আগামীকাল ৩১ মে, রবিবার থেকে ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র এ মসজিদটি খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
সৌদি আরবের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল সৌদিয়া টিভির এক প্রতিবেদনের বরাতে এ সংবাদ জানিয়েছে আল আরাবিয়া।
নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটিতে লকডাউনে কড়াকড়ি আরোপ করে সৌদি। সম্প্রতি লকডাউন শিথিল করার প্রক্রিয়ার অংশ হিসেবে এ পদক্ষেপের ঘোষণা এলো। ইতোমধ্যে ৮১ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ৪৫৮ জনের প্রাণ কেড়েছে করোনা।
আগামীকাল রবিবার ফজরের নামাজ থেকেই পুনরায় মসজিদে নববীতে নামাজ আদায় করতে পারবেন মুসুল্লিরা। তবে তবে ধারণক্ষমতার ৪০ শতাংশ মুসুল্লি প্রতি জামাতে অংশ নিতে পারবেন বলে নির্দেশনা দেয়া হয়েছে। ইতোমধ্যে মসজিদে নববী থেকে সকল ধরনের কার্পেট সরিয়ে নেওয়া হয়েছে। যে কারণে মার্বেলের মেঝেতেই নামাজ আদায় করতে হবে মুসল্লিদের।
নামাজ পড়ার সময় করোনাভাইরাস সংক্রান্ত সতর্কতা মেনে চলার নির্দেশনা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মাস্ক পরে নামাজে অংশ নিতে হবে মুসুল্লিদের। সেইসাথে তাদের শারীরিক দূরত্ব বজায় রেখে কাতারে দাঁড়াতে হবে এবং নিজস্ব জায়নামাজ নিয়ে নামাজ পড়তে আসতে হবে।
বাংলা/এসএ/