প্রায় দুই মাস পর শুরু হচ্ছে রেল চলাচল। আগামীকাল ৩১ মে, রবিবার থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে চলাচল শুরু করবে ৮টি আন্তঃনগর ট্রেন। তাই আজ ৩০ মে, শনিবার বিকাল থেকে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকেট বিক্রি শুরু করতে যাচ্ছে।
গতকাল ২৯ মে, শুক্রবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান।
তিনি বলেন, ‘শনিবার বিকেল থেকে টিকিট বিক্রি শুরু হবে। রবিবার থেকে সীমিত আকারে কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে।’
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রতিটি ট্রেনের অর্ধেক আসনের টিকিট বিক্রি করা হবে উল্লেখ করে তিনি আরো জানান, শুরুতে আটটি আন্তঃনগর ট্রেন চালু করা হবে। পরে এ সংখ্যা আরো বাড়ানো হবে।
বাংলা/এসএ/