ভারতের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। ২৯ মে, শুক্রবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক মেজর জেনারেল বাবর ইফতেখার এক টুইটার বার্তায় এই তথ্য জানান।
ভারতের ওই গোয়েন্দা ড্রোনটি সীমান্তরেখা দিয়ে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেছে বলে জানান তিনি। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম পার্সটুডে।
ওই টুইটে বলা হয়, সীমান্তে ভারতের কাঞ্জালওয়ান সেক্টর থেকে চতুর্ভুজাকৃতির ওই ড্রোনটি পাকিস্তান সীমান্তের ৭০০ মিটার ভেতরে ঢুকে পড়ে। এরপর পাকিস্তানের সেনা সদস্যরা ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করে।
পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানায়, গত এক সপ্তাহের মধ্যে দেশটির সেনাবাহিনী ভারতের দুটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করলো। গত বুধবার ভারতের একটি ড্রোন রাকচিকরি সেক্টরের ৬৫০ মিটার ভেতরে ভূপাতিত করা হয়। এর আগেও বেশ কয়েকবার পাকিস্তানের সেনাবাহিনী ভারতের কয়েকটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে।
সীমান্তের ভেতরে এ ধরনের গোয়েন্দা ড্রোন পাঠানোকে আন্তর্জাতিক আইন এবং আকাশ প্রতিরক্ষা বিষয়ক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে পাকিস্তান আইএসপিআর।
বাংলা/এনএস