কিশোরগঞ্জে আরো ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে করে জেলাটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩২৩ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মারা গেছেন ১০ জন। আর সুস্থ হয়েছেন ১৯৫ জন। ২৯ মে, শুক্রবার রাত ১টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এই তথ্য জানান।
এ বিষয়ে ডা. মো. মুজিবুর রহমান, কিশোরগঞ্জ থেকে ৬৭ জনের নমুনার মধ্যে ৫৯ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। গত ২৪ ও ২৫ মে এসব নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া ৮ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। এদের মধ্যে দু’জন পুরাতন রোগীও রয়েছেন। অর্থাৎ নতুন করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি আরো জানান, নতুন ৬ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার তিনজন, কটিয়াদী উপজেলার একজন ও ভৈরব উপজেলার দুজন রয়েছেন।
প্রসঙ্গত, সারাদেশে এ পর্যন্ত ৪৪ হাজার ৬০৮ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৬১০ জন। আর সুস্থ হয়েছেন ৯৩৭৫ জন।
বাংলা/এনএস