মিনেসোটার রাজ্যের মিনিয়াপলিসে একজন পুলিশ অফিসারের হাতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রের কমপক্ষে ৩০টি শহরে বিক্ষোভ হয়েছে। আর এ সময়ে পুলিশের সাথে সংঘর্ষে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে।
ফ্লয়েডের ঘাড়ে হাঁটু চেপে ধরা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে তাকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
এদিকে অভিযুক্ত ঐ কর্মকর্তার স্ত্রী এই বিতর্কের প্রেক্ষিতে বিবাহ বিচ্ছেদের জন্য মামলা দায়ের করেছেন বলে তার আইনজীবী জানিয়েছেন।
অন্যদিকে জর্জিয়ার আটলান্টায় সিএনএন সেন্টারের সামনে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের সময় সিএনএন অফিসের বাইরের লোগো ভাঙচুর করা হয়। তারপর একটি জানালা ভেঙে ফেলে বিক্ষোভকারীরা অফিসের ভেতরে ঢুকে পড়ে। সেখানেও ভাঙচুর চালায়। তারা মিডিয়া বিরোধী স্লোগানও দেয়।