দেশের বিশিষ্ট শিল্পপতি আবদুল মোনেম মৃত্যুবরণ করেছেন। আজ ৩১ মে, রবিবার সকাল ১০টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান মোনেম গ্রুপের এই চেয়ারম্যান।
স্ট্রোক করায় গত ১৭ মে আবদুল মোনেমকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ সকালে মৃত্যুবরণ করেন। তার নামাজে জানাজা ও দাফন ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রামে সম্পন্ন হবে বলে জানা গেছে।
দেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী হিসেবে পরিচিত আবদুল মোনেম ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবেরও সভাপতি ছিলেন।
বাংলা/এসএ/