পূর্ব লাদাখ সীমান্তে চীন ও ভারতের মধ্যে সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ ভিডিও সত্য নয় বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
৩১ মে, রবিবার ভারতীয় সেনাবাহিনী থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ভিডিওতে যা দেখা যাচ্ছে তা সত্য নয়। বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে এটাকে তৈরি করা হয়েছে। ভিডিওটা উদ্দেশ্যপ্রনোদিত ভাবে করা।’
সেনা বাহিনী আরো বলছে, যে ভিডিওটি ছড়িয়েছে সেটা কোন তারিখের তা উল্লেখ নেই।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ভারত ও চীনা সৈন্য পূর্ব লাদাখের প্যানগগ এলাকায় লড়াই করছে। কিন্তু সেনাবাহিনী জানিয়েছে, ‘এই মুহূর্তে সেখানে কোনো সংঘর্ষের ঘটনা ঘটছে না। সামরিক প্রোটোকল মেনে দুই পক্ষের সেনারা তাদের কার্যক্রম চালাচ্ছে।’
বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, ‘আমরা পুরো বিষয়টি কড়া ভাষায় নিন্দা করছি, কারণ এটা সরাসরি জাতীয় সুরক্ষার সঙ্গে যুক্ত ৷ সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ করা হচ্ছে, তারা যেন কোনোভাবে ভিডিটি প্রচার না করেন। এই পরিস্থিতিতে সীমান্তে আর কোনো বাড়তি উত্তেজনা কাঙ্খিত নয়।’
ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিন’এর খবরে বলা হয়, গত তিন সপ্তাহ ধরে প্যানগগ সো বরাবর চীন-ভারতীয় সৈন্যদের মধ্যে উত্তেজনা জারি রয়েছে। পূর্ব লাদাখের গালওয়ান ভ্যালি, দেমচক, দৌলত বেগ ওলদিতে উত্তেজনা দেখা গেছে। ২০১৭ -র ডোকলামের পর এটা ভারত-চীন সংঘর্ষের সবচেয়ে বড় ঘটনা।