কমদামে স্মার্টটিভি, স্মার্টওয়াচ বাজারে আনলো রিয়েলমি। রিয়েলমি ফোন দিয়ে বাজারে ভালো অবস্থান করেছে। প্রথমবারের মত প্রতিষ্ঠানটি স্মার্টওয়াচ আর স্মার্টটিভি আনলো। ভারতের বাজারে মিলেছে রিয়েলমির স্মার্টটিভি ও স্মার্টওয়াচ। পাশাপাশি আরো অনেক ডিভাইস।
রিয়েলমি স্মার্ট টিভি ৩২ ইঞ্চি আর ৪৩ ইঞ্চি ডিসপ্লেতে পাওয়া যাবে। ৩২ ইঞ্চির টিভিতে রয়েছে এইচডি রেজুলেশন আর ৪৩ ইঞ্চির টিভিতে ফুল এইচডি রেজুলেশন রয়েছে। দুটি স্মার্টটিভিই ক্রোমবুস্ট পিকচার ইঞ্জিন টেকনোলজি সাপোর্ট করবে। এতে রয়েছে আলট্রা-ব্রাইট এলইডি স্ক্রিন, ৭টি প্রিসেট ডিসপ্লে মোড আর ১৭৮ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল। এই টিভির ব্রাইটনেস লেভ এল হবে ৪০০ নিটস পর্যন্ত । এই টিভিগুলির বিশেষত্ব, এতে এইচডিআর১০ সাপোর্টো রয়েছে।
রিয়েলমি স্মার্ট টিভি ৩২ ইঞ্চি দাম ১৪ হাজার আর ৪৩ ইঞ্চির দাম ২৪ হাজার টাকা।
রিয়েলমি স্মার্টওয়াচের দাম ৪২০০ টাকা।