আম্পানের আঘাত এখনো কাটিয়ে উঠতে পারেনি ক্ষতিগস্ত এলাকাগুলো। এর মধ্যে আরব সাগরে তৈরি হয়েছে আরো একটি ঘূর্ণিঝড়। এবারের ঘূর্ণিঝড়ের নাম নিসর্গ। ঝড়টি ৩ জুন গুজরাট ও মহারাষ্ট্রের উপকূলে আছড়ে পড়তে পারে বলে ভারতীয় হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে। এই ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে বাংলাদেশ।
৩১ মে, রবিবার ভারতীয় আবহাওয়া অফিসের পরিচালক জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব আরব সাগর ও লাক্ষাদ্বীপে শনিবার একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সোমবারের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হলে পরের দিন ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে।
তিনি আরো বলেন, ‘ঘূর্ণিঝড় নিসর্গ উত্তরের দিকে সরে এসে ৩ জুন সন্ধ্যার মধ্যে গুজরাট ও উত্তর মহারাষ্ট্রের উপকূলের কাছে পৌঁছে যাবে। তাই গুজরাট ও মহারাষ্ট্রে প্রি-সাইক্লোন অ্যালার্ট জারি করা হয়েছে।
ভারতীয় হাওয়া অফিস আরো জানিয়েছে, ঘূর্ণিঝড় নিসর্গ কতটা ক্ষয়ক্ষতি করতে পারে, তা জানতে আরো একটু সময় লাগবে।
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে লাক্ষাদ্বীপ, কেরল ও কর্নাটকের উপকূল অঞ্চলে রবি ও সোমবার বৃষ্টি হতে পারে। ৩ ও ৪ জুন দক্ষিণ গুজরাট, উত্তর কঙ্কন, মধ্যপ্রদেশ, দমন, দিও, দাদরা ও নগর হাভেলি-তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।