ইরফান খান, ঋষি কাপুরের মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি বলিউড। এর মাধ্যেই পৃথিবী ছেড়ে চলে গেলেন ‘যাব পেয়ার কিয়া তো ডরনা ক্যায়া’ গানের পরিচালক ওয়াজিদ খান। ৩১ মে, রবিবার গভীর রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি।
চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে প্রাণোচ্ছ্বল সংগীত পরিচালকের। সেলিম মার্চেন্ট টুইটে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। এমন খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন।
কিডনির সমস্যায় ভুগছিলেন ওয়াজিদ খান। কিডনি ট্রান্সপ্ল্যান্টও করেছিলেন তিনি। সম্প্রতি আবারো কিডনির সমস্যা দেখা দিলে তাকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা অবনতি হলে তাকে চারদিন ভেন্টিলেশনে রাখা হয়। এরপর রবিবার রাতে তার মৃত্যু হয়।
যদিও চিত্র সমালোচক এবং সাংবাদিক ফরিদুন শাহরিয়ার এক টুইট বার্তায় দাবি করেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই বিশিষ্ট সংগীত পরিচালকের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে ‘পেয়ার কিয়া তো ডরনা ক্যায়া’ দিয়ে পথচলা শুরু ওয়াজিদ খানের। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি গুণী এই সংগীত পরিচালককে। সালমান খানের বহু ছবিতে কাজ করেছেন তিনি। ‘গর্ব’, ‘তেরে নাম’, ‘তুমকো না ভুল পায়েঙ্গে’, ‘পার্টনার’, ‘দাবাং’ ছবিতে নিজের জাদুতে মন ছুঁয়েছেন দর্শকদের। ‘ভাই ভাই’ এবং ‘পেয়ার করনো’ গানেও সুর দিয়েছেন তিনি।
এছাড়াও ‘সারেগামাপা’তে বিচারক ছিলেন সাজিদ-ওয়াজিদ। আইপিএল ৪-এর থিম সং ‘ধুম ধাড়াকা’ লিখেছিলেন তাঁরা। কিন্তু ওয়াজিদ খানের মৃত্যুতে ভেঙে গেল সাজিদ-ওয়াজিদ জুটি।
ওয়াজিদ খানের মৃত্যুতে টুইটে দুঃখ প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, বিশাল দাদলানি, শংকর মহাদেবন, বাবুল সুপ্রিয়, সোনু নিগমসহ আরো অনেকেই।
বাংলা/এনএস