নভেল করোনাভাইরাসের প্রকোপে গোটা বিশ্বের ক্রীড়াঙ্গন থমকে আছে। মার্চ থেকেই মাঠে নেই ক্রিকেটও। এরই মধ্যে কয়েকটি দেশের বোর্ড চেষ্টা করছে ক্রিকেটারদের মাঠে ফেরাতে। এরই অংশ হিসেবে ইংল্যান্ডের পর দ্বিতীয় দেশ হিসেবে খেলোয়াড়দের অনুশীলন শুরু করতে যাচ্ছে শ্রীলঙ্কা।
১৩ সদস্যের একটি গ্রুপ বানিয়ে আজ ১ জুন, সোমবার থেকে ১২ দিনের আবাসিক অনুশীলন শুরু করছে দেশটির ক্রিকেটাররা। করোনাপরবর্তী সময়ে বাংলাদেশ ও ভারতের সাথে সিরিজকে সামনে রেখেই এ অনুশীলন শুরু করা হচ্ছে বলে গতকাল রবিবার এক বিবৃতিতে জানায় শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
একজন ব্যাটসম্যানের সঙ্গে একজন বোলার রেখে গ্রুপিং অনুশীল করা হবে উল্লেখ করে এসএলসি জানায়, তিন ফরম্যাটের খেলোয়াড়দের নিয়ে আপাতত ছোট গ্রুপ করে অনুশীলন শুরু করা হবে। পরিস্থিতি বিবেচনায় গ্রুপ আর বড় করা হবে।
দলের খেলোয়াড়রা কলম্বো ক্রিকেট ক্লাবে অনুশীলন শুরু করবেন। এসময় চার সদস্যের একটি কোচিং ইউনিট ও সহায়তা কর্মী তাদের সঙ্গে প্র্যাকটিসে থাকবেন।
অনুশীলন চলাকালীন গ্রুপের ক্রিকেটাররা একটি হোটেলে থাকবেন উল্লেখ করে বোর্ড আরো জানায়, ওই হোটেলটি শুধু তাদের জন্যই বরাদ্দ থাকবে। এছাড়া সব খেলোয়াড়কে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
অনুশীলনের ভেন্যু ও হোটেলে ক্রিকেটার ও স্টাফদের স্বাস্থ্যবিধির পরিস্থিতি দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা পরিদর্শন করবেন বলেও বিবৃতিতে জানানো হয়। এছাড়া এই ১২ দিন ব্যক্তিগত কারণে খেলোয়াড়দের হোটেল ও ভেন্যুর বাইরে যেতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সঙ্গেই সিরিজ আয়োজন নিয়ে আলাপ করেছি আমরা। কারণ ওই দুটি সিরিজ এখনো স্থগিত হয়নি।’
তবে এখনো বিসিবি ও বিসিসিআই’র কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে আগামী জুলাইয়ে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য ৫৫ জন ক্রিকেটার নিয়ে আবাসিক ক্যাম্প শুরু করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
বাংলা/এসএ/