চাঁদপুরে এনজিওর ঋণ পরিশোধের চাপ সইতে না পেরে এক স্কুল শিক্ষক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মৃত ওই শিক্ষকের নাম মাহবুবুর রহমান মামুন (৪২)। তিনি শাহরাস্তি টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
জানা গেছে, আজাগরা গ্রামে ৩১ মে, রবিবার ভোর রাতে মোল্লাবাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। এরপর সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এরপর তার বাড়ি থেকে ৯টি এনজিওর কিস্তির বই উদ্ধার করে পুলিশ। মৃত শিক্ষক বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ছিলেন।
স্থানীয় ও মামুনের ঘনিষ্টরা জানান, কিছু এনজিও তাকে কিস্তির টাকার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। ধারণা করা হচ্ছে, এই চাপ সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
এ বিষয়ে শাহরস্তি থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, মামুন মৃত্যুর পূর্বে একটি চিরকুট লিখে যান। তিনি তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করে যাননি। তার সন্তান ও তার সরকারি অর্থ পাওয়ার জন্য সহকর্মীদের সহযোগিতা কামনা করেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছেও বলে জানান ওসি।
বাংলা/এনএস