ডা. গোলাম মর্তুজা :
ডা. জাফরুল্লাহ চৌধুরী আজ বেশ ভালো আছেন। কথা হলো কিছুক্ষণ আগে। জ্বর নেই। শ্বাস কষ্ট নেই, তবে মাঝে মধ্যে অক্সিজেন নিতে হচ্ছে।
নিয়ম না মানা ডা. জাফরুল্লাহর কাছে জানতে চাইলাম, ডাক্তারদের কথা শুনছেন? নিয়ম মানছেন?
‘না শুনছি না, নিয়ম মানছি না। কেন মানবো? আমার জন্যে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ এনেছে, তার দাম ৮০ হাজার টাকা। POCILUZUMAB (নাম ঠিক লিখছি কিনা নিশ্চিত নই) এটা একটা ইনজেকশন। প্রতি ডোজের দাম ১০ হাজার টাকা। নিতে হবে ৮ ডোজ। যে ওষুধ বানাতে খরচ হয় ৫ হাজার টাকা,তার দাম কেন ৮০ হাজার টাকা হবে? আমি না হয় নিতে পারবো, সাধারণ মানুষ বাঁচবে কিভাবে? করোনা চিকিৎসা করে মানুষ তো নি:স্ব হয়ে যাবে। ওষুধের অতিরিক্ত দামের প্রতিবাদে আমি এই ওষুধ নিচ্ছি না। সরকারের কাছে দাবি জানাই,দ্রুত উদ্যোগ নিন-ওষুধের দাম কমান। করোনার চেয়ে ভয়াবহ হয়ে উঠছে ওষুধের দাম। দেশের বিজ্ঞানীদের উদ্ভাবিত করোনা শনাক্তের কিটের অনুমোদন দিন। এভাবে সময়ক্ষেপণ করবেন না, আটকে রাখবেন না। ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।’
কিছুটা অসহায় লাগছে। ডা.জাফরুল্লাহ চৌধুরীকে বোঝানো শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব।
(ফেসবুক থেকে নেয়া লেখা)