নভেল করোনাভাইরাস মহামারীতে যখন সারা বিশ্ব বিপর্যস্ত তখন নতুন করে কঙ্গোতে ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছে। আজ ২ জুন, মঙ্গলবার দেশটির সরকার জানায়, পশ্চিমাঞ্চলীয় ইকুয়েচার রাজ্যের ওয়াংয়াতা এলাকায় নতুন করে ইবোলা রোগী ধরা পড়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই এলাকায় মোট ছয়জন ইবোলা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এদের চারজনই ইতোমধ্যে মারা গেছেন। বাকি দুইজনের এখনো চিকিৎসা চলছে।
দুই মাস আগেই কঙ্গো সরকার দেশটির পূর্বাঞ্চল থেকে ইবোলার সংক্রমণ সমাপ্তির ঘোষণা দিয়েছিলো। আগের দুই বছরে দেশটিতে অন্তত ২ হাজার ২৭৫ জনের প্রাণ কেড়েছে এ ভাইরাসটি।
এদিকে এ বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। তারা জানায়, আক্রান্ত ছয়জনের মধ্যে তিনজনেরই ‘ল্যাব টেস্টে’ ইবোলা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।
বিশ্ব সংস্থাটির প্রধান ডা. টেড্রস অ্যাধানম গেব্রেইয়েসুস বলেন, ‘কেবল করোনাভাইরাস মানুষের জন্য হুমকির কারণ নয়।’
ইবোলাভাইরাস যেন মহামারী আকারে ছড়িয়ে না পড়ে সেদিকেও খেয়াল রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বাংলা/এসএ/