নভেল করোনাভাইরাসে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে স্থাপিত করোনা ইউনিটে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। গত ৩১ মে, রবিবার থেকে গতকাল ১ জুন, সোমবার সন্ধ্যা পর্যন্ত এ ইউনিটে ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত এক মাসে এখানে মৃতের সংখ্যা বেড়ে ৩২৪ জনে দাঁড়িয়েছে।
নতুন করে মৃত্যুবরণাকরী ২৯ জনের মধ্যে ৫ জন করোনা ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হয়েছেন। অন্যদের অনেকের অনেকের নমুনা সংগ্রহ করা হলেও তাদের রিপোর্ট এখনো পাওয়া যায়নি। হাসপাতাল সূত্র থেকে এ সংবাদ জানা গেছে।
একদিনে মৃতবরণকারী ব্যক্তিরা হলেন- বিপ্লব দাস (৫০), শিমুল (৪৭), নিত্য নন্দন বার (৬৪), রেনু বেগম (৫০), শামসুর রহমান (৫৫), মনোয়ারা (৭০), বাদল খান (৫০), আব্দুল লতিফ (৬০), শহিদুল্লাহ (৬৫), সুমি (২১), এনামুল করিম (৭০), মহিউদ্দিন (৬৪), আব্দুস সাত্তার (৭০), আব্দুল মালেক (৫৫), সারোয়ার (৪৯), আব্দুস সোবাহান (৬৮), শহিদুল ইসলাম (৬৫), আফরিন আরা (৪০), আব্দুল করিম (৭০), সুফিয়া (৭৫), সুলতান খান (৫০), শহিদ মোল্লা (৪০), আব্দুস সাত্তার (৬৫), আলী আহম্মেদ (৬৫), আকতার বানু (৮৫), জুলহাস (২৮), শফিকুর রহমান (৭০), হেলেনা বেগম (৫৭) ও শিল্পী (৩০)।
বাংলা/এসএ/