আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান মাওলানা কাজী মো. নুরুল ইসলাম ইশেমীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে চট্টগ্রামে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান মাওলানা কাজী মো. নুরুল ইসলাম ইশেমী।
এর আগে শনিবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে আল্লামা নুরুল ইসলাম হাশেমীকে নগরীর বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে শ্বাসকষ্টের রোগী হওয়ায় ভর্তি নেয়নি। পরে গুরুতর অবস্থায় নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোর পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
বাংলা/এনএন