কেরালার মালাপ্পুরম জেলা। এক ক্ষুধার্থ সন্তানসম্ভবা হাতির মুখে বাজি ভরা আনারস তুলে দিয়েছিল গ্রামের মানুষ। সরল বিশ্বাসে সেই আনারস খেয়েছিল সে। আর পরক্ষণেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল মুখের ভিতরটা। অসহ্য যন্ত্রণা সহ্য করেও কোনও বাড়ি অথবা মানুষের ক্ষতি করেনি হাতিটি। বরং যন্ত্রণায় ছটফট করতে করতে নদী খুঁজে তার ভিতরে গিয়ে দাঁড়িয়েছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।
এই ঘটনার কথা সামনে আসার পর থেকেই রাগে ফেটে পড়েছেন বহু মানুষ… অন্তত যাঁদের মধ্যে ছিটেফোঁটা মনুষ্যত্ব বাকি রয়েছে তাঁরা মেনে নিতে পারছেন না এই পৈশাচিক কাজ। অপরাধীদের শাস্তি চেয়ে সরব হয়েছেন তাঁরা। তাঁদের মধ্যে অন্যতম শ্রদ্ধা কাপুর।
পশুদের অধিকার নিয়ে চিরকালই সরব অভিনেত্রী। পশু সুরক্ষা ও তাদের দেখভালের জন্যে তৈরি হওয়া বহু সংগঠনের সঙ্গেই যুক্ত রয়েছে তিনি। এই মর্মান্তিক ঘটনার পর ফের সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন নায়িকা। PetaIndia এবং কেরালার মুখ্যমন্ত্রীর দফতরের উদ্দেশে করা এই ট্যুইটে তিনি অপরাধীদের কঠোরতম শাস্তির দাবি করেছেন। শুরু করেছেন একটি পিটিশনও।