এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা আক্রান্ত ভারতের দিকে তিনি বাড়িয়ে দিয়েছেন মানবিকতা ও সাহায্যের হাত। কখনও মুম্বইয়ে বসবাসকারী পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর জন্যে বাসের ব্যবস্থা করেন, আবার কখনও কেরালা থেকে ১৭৭ জন মেয়েকে উড়িয়ে নিয়ে যান ওডিশায়। কখনও আবার তাঁর হোটেলের দরজা খুলে দেন কোভিড লড়াইয়ে ব্রতী চিকিত্সক ও স্বাস্থ্য কর্মীদের দিকে। ছবির পর্দার বাইরে আজ সোনু সুদ (Sonu Sood) হয়ে উঠেছেন বাস্তব জীবনের হিরো।