নভেল করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় হোম কোয়ারেন্টাইনে আছেন স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিক মো. আলী নূর। দিন কয়েক আগে তার সর্দি-জ্বরে দেখা দিলে তার ও পরিবারের বেশ কয়েক সদস্যের নমুনা পরীক্ষা করা হয়। সচিব আলী নূরের ফলাফল নেগেটিভ এলেও পরিবারের এক সদস্যের ফলাফল পজিটিভ আসে।
যে কারণে সতর্কতার জন্য তিনি কোয়ারেন্টাইনে আছেন বলে নিশ্চিত করেছেন সচিব আলী নূর নিজেই। তিনি বলেন, ‘আমি অসুস্থ আছি। কিন্তু করোনা আক্রান্ত নই। এমনিতেই ঠাণ্ডা-জ্বর। বাসাতেই আছি। কোয়ারেন্টাইনে আছি।’
তার পরিবারের একজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন উল্লেখ করে তিনি আরো বলেন, ‘ভয়ের কোনো কারণ নেই। তিনিও ভালো হয়ে উঠছেন।’
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি। আলী নূর এ বিষয়ে বলেন, ‘আমাদের সকলেরই সচেতন থাকা উচিত। আমার কারণে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৬ (অষ্টম) ব্যাচের কর্মকর্তা মো. আলী নূর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে যোগ দেন। এর আগে তিনি সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক ছিলেন।
বাংলা/এসএ/