ভারতের জনপ্রিয় ছবি ‘রজনীগন্ধা’, ‘ছোটি সি বাত’ খ্যাত পরিচালক বাসু চট্টোপাধ্যায় আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। ৪ জুন, বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
মৃত বাসু চট্টোপাধ্যায় ছোটি সি বাত, রজনীগন্ধা, বাতো বাতো মে, চামেলি কি শাদি, এক রুকা হুয়া ফয়সলাসহ একাধিক জনপ্রিয় ছবির পরিচালনা করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতের সিনেমা পল্লীতে।
ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড ডিরেক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি ও চলচ্চিত্র পরিচালক অশোক পণ্ডিত প্রথম টুইট বার্তায় বর্ষীয়ান এই পরিচালকের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেন। তিনি লিখেছেন, ‘চলচ্চিত্র জগতের বড় ক্ষতি। প্রখ্যাত চলচ্চিত্রকার বাসু চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। দুপুর ২টার দিকে তার শেষকৃত্য সান্তাক্রুজ শ্মশানে সম্পন্ন করা হবে।’
প্রসঙ্গত, ১৯৩০ সালে ভারতের রাজস্থান প্রদেশের অজমের শহরে জন্মগ্রহণ করেন বাসু চট্টোপাধ্যায়। মুম্বাই থেকে প্রকাশিত সাপ্তাহিক ট্যাবলয়েড পত্রিকা ব্লিটস’এ অঙ্কনশিল্পী এবং কার্টুনিস্ট হিসাবে তার কর্মজীবন শুরু হয়। চলচ্চিত্র পরিচালনা শুরুর আগে রাজ কাপুর ও ওয়াহিদা রহমান অভিনীত ‘তিসরি কসম’ ছবিতে তিনি বাসু ভট্টাচার্য’র সহকারী হিসাবে কাজ করেন।
এরপর ‘তিসরি কসম’ ১৯৬৬ সালে জাতীয় পুরস্কার লাভ করে। বাসু চ্যাটার্জ্জীর প্রথম পরিচালিত চলচ্চিত্র ‘সারা আকাশ (১৯৬৯)’। এই ছবিটির জন্য ফিল্ম ফেয়ার পুরস্কার পান তিনি।
বাংলা/এনএস