সরকারের প্রশাসনে সচিব পর্যায়ের রদবদলে করা হয়েছে। এতে করে তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দেয়া হয়েছে। এর মধ্যে দুই সচিবকে পৃথক মন্ত্রণালয় ও বিভাগে বদলি করা হয়েছে। ৮ জুন, বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
ওই প্রজ্ঞাপন বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে পরিকল্পনা বিভাগে স্থানান্তর এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. আব্দুল মান্নানকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব করা হয়েছে। এছাড়াও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াকুব আলী পাটোয়ারীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।
এদিকে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ ইয়ামিন চৌধুরীকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, বিসিএস প্রশাসন একাডেমি ঢাকার এমডিএস (অতিরিক্ত সচিব) মোছা. আছিয়া খাতুনকে সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে।
বাংলা/এনএস