সিলেট বিভাগে নতুন করে ৭৯ জন করোনা (কেভিড-১৯) রোগী শনাক্ত করা হয়েছে। এতে করে বিভাগটিতে আক্রান্তের সংখ্যা এক হাজার ২৩৮ জনে দাঁড়িয়েছে। বিভাগের চার জেলার মধ্যে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি সিলেটে। এ জেলায় আরো ৫৫ জনের করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
এ বিষয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সদর উপজেলা, বিয়ানীবাজার, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও বিশ্বনাথের বাসিন্দারা রয়েছেন। এ পর্যন্ত সিলেট জেলায় ৬৮১ জনের করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
এদিকে মৌলভীবাজারে আরো ১৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদ জানান, নতুনদের মধ্যে সদরে তিন, কমলগঞ্জে তিন, কুলাউড়ায় সাত, শ্রীমঙ্গলে দুই ও জুড়ীতে একজন রয়েছেন। এতে করে মৌলভীবাজারে ১৪৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
সুনামগঞ্জে নতুন করে আরো ছয়জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে শিশুও রয়েছে। এ নিয়ে জেলাটিতে মোট ২১৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এ বিষয়ে জেলার সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, সদর উপজেলায় তিন, জগন্নাথপুরে দুই ও দোয়ারাবাজারে নতুন করে একজনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান জানান, জেলায় নতুন করে আরো দু’জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ১৯৪ জনে দাঁড়িয়েছে।
প্রসঙ্গত, সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৪ জন। এর মধ্যে সিলেটে জেলায় ১৮ জন, মৌলভীবাজারে চারজন, হবিগঞ্জে এক এবং সুনামগঞ্জে একজন রয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২২ জন।
বাংলা/এনএস