প্রাকৃতিক দৃশ্যের এক ছবি ওয়ালপেপার হিসেবে দেওয়া মাত্র ক্র্যাশ করছে স্মার্টফোন, অনেক ক্ষেত্রে ফোনকে ফ্যাক্টরি রিসেট করে ঠিক করতে হচ্ছে – সামাজিক মাধ্যমে অভিযোগ করেছেন অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী।
যে ছবিটি নিয়ে সমস্যা হচ্ছে তাতে দেখা যাচ্ছে পড়ন্ত বিকেলের সুন্দর এক লেক, মেঘে ঢাকা আকাশ, তীরে সবুজ গাছের সারি। কিন্তু ছবিটি ওয়ালপেপার হিসেবে দিলেই ক্র্যাশ করছে স্যামসাং ও গুগলের পিক্সেলসহ অনেক খ্যাতনামা ব্র্যান্ডের স্মার্টফোন। আর সে কারণেই হয়তো ওয়ালপেপারটি আগ্রহের বশে পরীক্ষা না করে দেখার পরামর্শ এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে।
ওয়ালপেপারে থাকা বাগের কারণে ফোনের পর্দা বারবার চালু এবং বন্ধ হচ্ছে, অনেক ক্ষেত্রেই ফ্যাক্টরি রিসেট দিয়ে আবার ঠিক করে নিতে হচ্ছে ফোনকে। এ বিষয় নিয়ে করা একটি টুইট এ পর্যন্ত হাজারো লাইক ও রিটুইট পেয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।