ব্যথার ওষুধ হিসেবে ব্যবহৃত হয় আইবুপ্রোফেন (Ibuprofen)। তবে এই ব্যথার ওষুধে করোনাভাইরাসের চিকিৎসায় আশার আলো দেখছেন গবেষকরা। ইতোমধ্যে এর পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে লন্ডনে।
গবেষকরা বলছেন, করোনা আক্রান্তের অন্যতম সমস্যা শ্বাসকষ্ট। ব্যথার ওষুধ আইবুপ্রোফেন শ্বাসকষ্ট আটকায়। তাই এটি করোনার রোগীদের থেকে ভালো ফল আসতে পারে।
ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিন’এর এক প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনে করোনা রোগীদের ওপরও ইতোমধ্যেই ওষুধটি ব্যবহার শুরু হয়ে গেছে। এর আগে জানুয়ারি মাসে একটি রিসার্চে দেখা গিয়েছিলো এই ওষুধের প্রয়োগে রোগীর সুস্থ হওয়ার আশঙ্কা ৮০ শতাংশ বেড়ে যায়।
তবে একদম শুরুর দিকে আইবুপ্রোফেনের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তখন ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন এই ওষুধ করোনা সংক্রমিতদের সংক্রমণ বাড়িয়ে দেয়।
দ্য সানে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, লন্ডনের গাইজ এন্ড সেন্ট থমাস হাসপাতাল আর কিংগস কলেজের ডাক্তারদের একটি দল এই ব্যথানাশক আর অ্যান্টি ইনফ্লেমেটরি ওষুধ করোনার রোগিদের পরিস্থিতি স্বাভাবিক করতে সহায়তা করে।
ব্রিটেনে কিছু চিকিৎসক জানিয়েছেন, এই ওষুধ দেয়ার ফলে ভেন্টিলেটর দেয়ার প্রয়োজনীয়তা অনেকটাই কমে যায়। তাই করোনার নিয়মিত চিকিৎসার সঙ্গে সঙ্গে তাদের আইবুপ্রোফেনও দেয়া হচ্ছে।
তবে করোনার জন্য আইবুপ্রোফেনের এক বিশেষ ধরনের ফর্মুলেশনই ব্যবহার করা হচ্ছে।