ময়মনসিংহ প্রতিনিধি :
করোনা উপসর্গে মারা যাওয়ায় ছেলের লাশ গ্রহণ করেনি বাবা। মৃত্যুর পর নমুনা সংগ্রহ করে পরীক্ষার পরে রিপোর্ট আসে নেগেটিভ। কিন্তু ছেলের লাশ গ্রহণ করবে না বলে বুধবার ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় আবেদন করেন বাবা মজনু মিয়া। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার এই খবর নিশ্চিত করেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২০ এপ্রিল জেলার ত্রিশাল উপজেলার চরপাড়া গ্রামের জনৈক মজনু মিয়ার ১৭ বছর বয়সী ছেলে আরাফাত হোসেন করোনাভাইরাস এর উপসর্গ নিয়ে ময়মনসিংহ সূর্য্য কান্ত (এস কে) হাসপাতালে ভর্তি হন। পরে ২২ এপ্রিল তিনি মারা যান।
কিন্তু আরাফাতের পরিবার লাশ গ্রহণ না করায় এতদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে সংরক্ষিত ছিল।
মৃত্যুর ৪২ দিন পর ৩ জুন আরাফাতের বাবা লিখিতভাবে ছেলের লাশ গ্রহণে অপারগতা প্রকাশ করে আবেদন করেন ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায়। পরে পুলিশের পক্ষে আজ সকালে এসআই আনোয়ার হোসেন এর তত্বাবধানে লাশের দাফন সম্পন্ন করা হয়।