আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। ব্রেইন স্ট্রোক করার পর তার অপারেশন চলছে। তিনি করোনাভাইরাসেও (কোভিড-১৯) আক্রান্ত। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এই পরিস্থিতিতে মোহাম্মদ নাসিমের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। নাসিমের ব্যক্তিগত সহকারী মীর মোশাররফ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে মীর মোশাররফ হোসেন জানান, মোহাম্মদ নাসিম করোনায় আক্রান্ত অবস্থায় হাসপাতালের আইসিইউতে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে দ্রুত ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরের উদ্যোগ নেয়া হয়। সিএমএইচের অ্যাম্বুলেন্স এলেও নাসিমের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে নেয়া যায়নি। এই অবস্থায় শুক্রবার সকাল থেকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে অপারেশন শুরু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে অপারেশন চলছে।
এর আগে গত সোমবার দুপুরে অসুস্থ হলে মোহাম্মদ নাসিমকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরই তার নমুনা পরীক্ষার করলে তার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর তাকে আইসিইউতে নেয়া হয় এবং গভীর রাতে প্লাজমা থেরাপিও দেয়া হয়।
মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। প্রবীণ এই আওয়ামী লীগ নেতার ছেলে ও সাবেক এমপি তানভীর শাকিল জয় পরিবারের পক্ষ থেকে তার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
বাংলা/এনএস