ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের কোচ অঞ্জু জৈন। তিনি দেশটির বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নারী ক্রিকেট দলের কোচ হিসেবে যোগ দিয়েছেন তিনি। বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের কোচ পরিবর্তন করতে যাচ্ছে, এমন গুঞ্জনের মধ্যেই এই নতুন খবর এলো।
অঞ্জু ভারতীয় নারী ক্রিকেট দলের হয়ে আটটি টেস্ট ও ৬৫ টি একদিনের ম্যাচ খেলেছেন। তিনি দেশটির জাতীয় নারী দলের ক্যাপ্টেনও ছিলেন। বিবিসি’র বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম জিনিউজ।
বিসিবির এক সূত্র জানায়, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে অঞ্জুকে কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হতো। তার আগে নিজেই দায়িত্ব থেকে সরে গেলেন অঞ্জু। লকডাউনের মধ্যেই অঞ্জুকে কোচিংয়ের দায়িত্ব দিয়েছে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন। গত মার্চ মাসে নারী দলের কোচ অতুল ভেদাদেকে বরখাস্ত করে বরোদা ক্রিকেট সংস্থা। তার বিরুদ্ধে বেশ কিছু ক্রিকেটার যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। এরপর তদন্ত শুরু হয়। এরপর অতুলকে বরখাস্ত করা হয়।
সূত্র আরো জানায়, এর ফলে নারী দলের কোচের পদটি শূন্য হয়েছিল। এরপরই অঞ্জুর সঙ্গে যোগাযোগ করে বরোদা ক্রিকেট সংস্থা। দ্রুত তাকে নিয়োগ করা হয়।
প্রসঙ্গত, ২০১৮ সালে বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের কোচ নির্বাচিত হন অঞ্জু। তাকে দায়িত্ব দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বড় সাফল্যের প্রত্যাশা করেছিল। কিন্তু অঞ্জুর তত্ত্বাবধানে বাংলাদেশ দল ভালো কিছু করতে পারেননি। এমনকি ২০২০ টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের নারী দল মুখ থুবরে পড়ে। এরপরই কোচ বদলের গুঞ্জন শোনা যায়।
বাংলা/এনএস