সুনামগঞ্জে নতুন করে আরো ৩১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এতে করে জেলাটিতে আক্রান্তের সংখ্যা ২৫০ জনে দাঁড়ালো। এর মধ্যে মারা গেছেন দুইজন ব্যক্তি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়।
বিশ্ববিদ্যালয়টির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় এই তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে অধ্যাপক জিয়াউল ফারুক জয় বলেন, ‘বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩১ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সুনামগঞ্জ জেলার বাসিন্দা।’
প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩০ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ৮১১ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২৮২৮জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬০ হাজার ৩৯১ জন।
৫ জুন, শুক্রবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলা/এনএস