নেত্রকোনায় করোনার উপসর্গে মৃত্যুর পর বৃদ্ধার মরদেহ রেখেই পালিয়ে গেলেন স্বজনরা। মৃত ওই বৃদ্ধার নাম ছন্দু মিয়া (৬০)। ৪ জুন, বৃহস্পতিবার রাতে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। মৃত ছন্দু মিয়া আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্বর গ্রামের বাসিন্দা।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সজিব সাইফুল্লাহ এই তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে ডা. সজিব সাইফুল্লাহ জানান, ওই ব্যক্তি অনেক আগে থেকেই ফুসফুসে সমস্যা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার তার অবস্থা খারাপ হওয়ায় স্বজনরা তাকে হাসপাতালে আনেন। রাত ১১ টার দিকে তিনি মারা যান। মারা যাওয়ার পর হঠাৎ করেই স্বজনরা লাশ রেখে উধাও হয়ে যান। করোনা হয়েছে সন্দেহে তারা এমন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফকরুল হাসান চৌধুরী টিপু জানান, মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। তার গ্রামের বাড়ি থেকে স্বজনদের খুঁজে এনে তাদের হাতে ৫ জুন, শুক্রবার দুপুরে লাশ তুলে দেয়া হয়েছে। স্বাভাবিক নিয়মেই লাশের দাফন হবে।
বাংলা/এনএস