শ্রীমঙ্গলের নিজ ঘর থেকে নিহত মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। ৫ জুন, শুক্রবার দুপুরে আশিদ্রোন ইউনিয়নের জামসি এলাকায় এই ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ছুরিকাঘাতে তাদের হত্যা করেছে। ওই মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
নিহত দুইজন হলেন- জায়েদা বেগম (৫৫) ও তার মেয়ে ইয়াসমিন আক্তার (২৫)। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালেক এই তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর পর্যন্ত ওই ঘর থেকে কোনো লোকজন বের হয়নি। তাই পাশের বাড়ির এক নারী ওই বাসার লোকজনকে ডাকাডাকি করেন। এতে কোনো সাড়া না পেয়ে ঘরের পেছনে গিয়ে দেখেন বেড়া ভাঙা। এরপর তিনি আশপাশের লোকজন ডাক দেন। এরপর তারা ঘরের ভেতরে ঢুকে দেখেন ছুরিকাঘাতে নিহত মা ও মেয়ের লাশ পড়ে আছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালেক বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। এতে করে মনে হচ্ছে, গত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মা-মেয়েকে হত্যা করেছে। মেয়েটির বাবা নেই। স্বামীর সঙ্গে সমস্যা ছিল বলে সে মায়ের কাছে থাকতো।
তিনি আরো বলেন, ‘মেয়েটির স্বামী উপজেলার বেলতলা এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে সে পলাতক আছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে।’
শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুনী কে বা কারা সেটা বের করতে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
বাংলা/এনএস