গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা শনাক্তে র্যাপিড ডট ব্লট কিটের প্রতি পূর্ণ আস্থা আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন কিটের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল। ১৭ জুন, বুধবার দুপুরে বিএসএমএমইউর প্রতিবেদন পাওয়ার পর নিজের এই মত তুলে ধরেন তিনি।
এ বিষয়ে ড. বিজন জানান, আমাদের কিটের প্রতি আমাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস হয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আমাদের কোনো আনুষ্ঠানিক চিঠি দিয়ে তাদের পরীক্ষার ফলাফল জানায়নি। তারা আমাদের তাদের গবেষণার ফলাফল জানালে আমরাও সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।
এর আগে করোনা শনাক্ত করার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট কার্যকর নয় বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ। ১৭ জুন, বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া গণমাধ্যমের কাছে এ তথ্য জানান।
এ বিষয়ে ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের রোগ শনাক্তকরণের গণস্বাস্থ্যের কিট কার্যকরী নয়। উপসর্গের প্রথম দুই সপ্তাহে (তাদের) কিট ব্যবহার করে শুধুমাত্র ১১ থেকে ৪০ শতাংশ রোগীর করোনা শনাক্তকরণ সম্ভব বলে জানান তিনি।
বাংলা/এনএস
আপনার মন্তব্য লিখুন