নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সারা পৃথিবীতে আরো ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী এ মহামারীতে মৃতের সংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়েছে। একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরো দেড় লাখের বেশি মানুষ। মোট আক্রান্ত প্রায় চুরাশি লাখ।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, আজ ১৮ জুন, বৃহস্পতিবার সকাল পৌনে ৮টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৮৩ লাখ ৯৮ হাজার ৬৮৩ জনে দাঁড়িয়েছে। মোট মৃতের সংখ্যা এখন ৪ লাখ ৫১ হাজার ২৩৭ জন।
আক্রান্তদের মধ্যে মোট ৪৪ লাখ ১৪ হাজার ৭০০ জন সুস্থ হয়ে উঠেছেন। এখনো চিকিৎসাধীন আছেন ৩৫ লাখ ৩২ হাজার ৭৪৬ জন, যাদের মধ্যে ৫৪ হাজার ৪৫২ জনের অবস্থাই আশঙ্কাজনক।
আক্রান্ত ও মৃতের হিসেবে সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট ২২ লাখ ৩৪ হাজার ৪৭১ জন এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ১৯ হাজার ৯৪১ জন ইতোমধ্যে মারা গেছেন। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মোট ৯ লাখ ৬০ হাজার ৩০৯ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৪৬ হাজার ৬৬৫ জন।
আক্রান্তের হিসেবে তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ায় ৫ লাখ ৫৩ হাজার ৩০১ জন, চতুর্থ অবস্থানে থাকা ভারতে ৩ লাখ ৬৭ হাজার ২৬৪ জন ও পঞ্চম অবস্থানে থাকা যুক্তরাজ্যে ২ লাখ ৯৯ হাজার ২৫১ জন আক্রান্ত হয়েছেন। শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো যথাক্রমে স্পেন ২ লাখ ৯১ হাজার ৭৬৩ জন (৬ষ্ঠ), পেরু ২ লাখ ৪০ হাজার ৯০৮ জন (৭ম), ইতালি ২ লাখ ৩৭ হাজার ৮২৮ জন (৮ম), ইরান ১ লাখ ৯৫ হাজার ৫১ জন (৯ম) ও জার্মানি ১ লাখ ৯০ হাজার ১৭৯ জন (১০ম)।
যুক্তরাজ্যে তৃতীয় সর্বোচ্চ ৪২ হাজার ১৫৩ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে চতুর্থ সর্বোচ্চ ৩৪ হাজার ৪৪৮ জন ও ফ্রান্সে পঞ্চম সর্বোচ্চ ২৯ হাজার ৫৭৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শীর্ষ দশে থাকা স্পেনে ২৭ হাজার ১৩৬ জন (৬ষ্ঠ), মেক্সিকো ১৯ হাজার ৮০ জন (৭ম), ভারতে ১২ হাজার ২৬২ জন (৮ম), বেলজিয়ামে ৯ হাজার ৬৭৫ জন (৯ম) ও ইরানে ৯ হাজার ১৮৫ জনের (১০ম) প্রাণ কেড়েছে কোভিড-১৯ নামের ভাইরাসটি।
এছাড়া জার্মানিতে ৮ হাজার ৯২৭ জন, কানাডায় ৮ হাজার ২৫৪ জন, রাশিয়ায় ৭ হাজার ৪৭৪ জন, পেরুতে ৭ হাজার ২৫৭ জন, নেদারল্যান্ডসে ৬ হাজার ৭৪ জন, সুইডেনে ৫ হাজার ৪১ জন, তুরস্কে ৪ হাজার ৮৬১ জন, চীনে ৪ হাজার ৬৩৪ জন, ইকুয়েডরে ৪ হাজার ৭ জন, চিলিতে ৩ হাজার ৬১৫ জন মারা গেছেন।
এই মহামারীতে পাকিস্তানে ২ হাজার ৯৭৫ জন, ইন্দোনেশিয়ায় ২ হাজার ২৭৬ জন, সুইজারল্যান্ডে ১ হাজার ৯৫৬ জন, কলম্বিয়ায় ১ হাজার ৮৬৪ জন, মিসরে ১ হাজার ৮৫০ জন, আয়ারল্যান্ডে ১ হাজার ৭১০ জন, দক্ষিণ আফ্রিকায় ১ হাজার ৬৭৪ জন, পর্তুগালে ১ হাজার ৫২৩ জন, রোমানিয়ায় ১ হাজার ৪৫১ জন, বাংলাদেশে ১ হাজার ৩০৫ জন, পোল্যান্ডে ১ হাজার ২৮৬ জন, ফিলিপাইনে ১ হাজার ১০৮ জন সৌদি আরবে ১ হাজার ৯১ জনের মৃত্যু হয়েছে।
বাংলা/এসএ/