মানবপাচার ও অর্থপাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি এমপি শহিদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে প্রতিদিন চাঁদা আদায়ের অভিযোগ এনেছেন দুই বাংলাদেশি শ্রমিক।
দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা এসব অভিযোগ তুলেছেন বলে সংবাদে জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক আরব টাইমসের অনলাইন ভার্সন।
গতকাল ১৭ জুন, বুধবার প্রকাশিত সংবাদের সূত্রে জানা যায়, পাপুলের আদম ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে কুয়েতে যান আবদুল আলিম ও আবদুল জব্বার নামের ওই দুই বাংলাদেশি শ্রমিক।
জবানবন্দিতে তারা কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনীকে জানান, পাপুলের লোকজন তাদের কাছ থেকে প্রতিদিন ৮ দিনার (বাংলাদেশি টাকায় ২ হাজার ২০০ টাকা) করে আদায় করতেন। যার বিনিময়ে খুচরা কাজের অনুমতি পেতেন তারা। মাহবুব ও আমান নামের দুই ব্যক্তি পাপুলের কোম্পানির হয়ে এ টাকা সংগ্রহ করতেন।
ওই দুই শ্রমিকের জবানবন্দির বরাতে প্রতিবেদনে আরো বলা হয়, দৈনিক ৮ ঘণ্টা ডিউটির প্রতিশ্রুতি দিয়ে ওই দুই শ্রমিককে কুয়েতে আনা হলেও তাদের ১৬ ঘণ্টার বেশি কাজ করতে দেয়া হয়। বিনিময়ে তাদের প্রতিশ্রুত বেতনের চেয়েও কম টাকা দেয়া হতো।
মানবপাচার ও অর্থপাচারের অভিযোগে গত ৭ জুন কুয়েতের সিআইডির হাতে গ্রেপ্তার হন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুল। এর পরপরই তাকে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়।
বাংলা/এসএ/
আপনার মন্তব্য লিখুন