পূর্ব লাদাখে রক্তাক্ত সংঘর্ষের পর ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে উত্তেজনা আরো বৃদ্ধি পেয়েছে। এর মধ্যেই দেখা দিয়েছে নতুন বিতর্ক। ভারতকে দুর্বল করতে বিকল্প পথ বেছে নেয়ার অভিযোগ উঠেছে চীনের সেনাবাহিনীর বিরুদ্ধে। গালওয়ান নদীর গতিপথ বদলানোর চেষ্টা চালাচ্ছে চীন।
ভারতীয় সংবাদমাধ্যমের হাতে আসা হাই রেজোলিউশনের এক উপগ্রহ চিত্রে এমন প্রশ্ন দেখা দিয়েছে। এমন খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম সংবাদ প্রতিদিন।
ওই উপগ্রহ চিত্রে দেখা গেছে, সীমান্তের খুব কাছাকাছি গালওয়ান নদীর কাছে বুলডোজার জড়ো করেছে চীন। যা দেখে বিশেষজ্ঞরা ধারণা করছেন, সেই নদীর গতিপথে পরিবর্তন কারার চেষ্টা করছে চীন। যেখানে বুলডোজারগুলো দাঁড় করানো আছে, সেখান থেকে ক্ষীণ ধারায় নদীটি বয়ে যাচ্ছে। সেখানে বুলডোজার দাঁড় করিয়ে কাদামাটি ফেলে নদীর গতিপথ অবরুদ্ধ করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চীন থেকে বয়ে আসা নদীটি লাদাখের উপর দিয়ে বয়ে গিয়েছে। এই নদীর ধারেই ভারতীয় সেনাবাহিনীর ট্রাক দাঁড়িয়ে রয়েছে। সেখানেই সেনারা পাহারায় থাকে। এই নদীর গতিপথের কাছে চীনের বুলডোজার জড়ো করা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এ বিষয়ে চীন কোনো মন্তব্য করেনি।
প্রসঙ্গত, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ১৫ জুন সংঘর্ষে একজন কর্নেলসহ অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে। লাদাখে পরিস্থিতি স্বাভাবিক করতে বৃহস্পতিবার আবারো বৈঠকে বসেছেন দুই দেশের সেনা কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে গালোয়ান নদীর কাছে বুলডোজার জড়ো করার উপগ্রহ চিত্র চাঞ্চল্য আরো বাড়িয়েছে।
বাংলা/এনএস