পূর্ব লাদাখে চীনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে একজন কর্নেলসহ অন্তত ২০ সেনা নিহতের ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারত জুড়ে। কিন্তু সেই বিক্ষোভ নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিবাদ জানাতে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বদলে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের কুশপুত্তলিকা দাহ করেছে বিজেপির কর্মীরা।
দেশটির আসানসোলে ১৮ জুন, বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে। ওই প্রতিবাদ এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরই সমালোচনা মুখে পড়ে বিজেপি। এমন খবর প্রকাশ করেছে গণমাধ্যম সংবাদ প্রতিদিন।
ওই খবরে বলা হয়, গালওয়ান উপত্যকায় গত সোমবার এই ঘটনার প্রতিবাদে চীনা পণ্য বয়কটের ডাক দেয় বিক্ষোভকারীরা। ভারতের বিভিন্ন জায়গায় চীনের বিরুদ্ধে চলেছে বিক্ষোভ কর্মসূচি। বৃহস্পতিবার আসানসোলের বিজেপি কর্মীরা চীনের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করার কর্মসূচি গ্রহণ করেছিলেন। কিন্তু কর্মসূচি পালন করতে নেমে দেখা গেল অন্য ছবি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নয়, বিজেপি কর্মীরা পোড়ান কিম জং উনের পুত্তলিকা। একই সঙ্গে চীনকে বয়কট করার স্লোগানও দেয়া হয়।
এমন বিভ্রাটে প্রতিবাদ কর্মসূচি একেবারে হাসির খোরাক হয়ে দাঁড়াল সামাজিক মাধ্যমে। বিজেপি কর্মীদের এই কাজের জন্য অনেকেই টুইটারে তাদের নিয়ে কটাক্ষ করেছেন। নেটিজেনরা লিখেছেন, আসল শত্রুকে চিনতে না পারলে, বিপদ আরো বাড়বে।
বাংলা/এনএস
আপনার মন্তব্য লিখুন