ভারতীয় কর্মকর্তারা দক্ষিণের শহর চেন্নাই (পূর্বের মাদ্রাজ) সহ পাশের আরো তিনটি জেলায় পুনরায় ১২ দিনের লকডাউন শুরু করেছেন। চেন্নাই ভারতের ষষ্ঠ বৃহত্তম শহর এবং তামিলনাড়ু রাজ্যের রাজধানী।
৩০ জুন পর্যন্ত এ লকডাউন চলবে। এ সময় কেবলমাত্র প্রয়োজনীয় সেবা এবং আশেপাশের মুদি দোকানগুলো খোলা থাকবে।
তামিলনাড়ু নিশ্চিত হওয়া ৫০,০০০ সংক্রমণের মধ্যে এটির ৩৭ হাজারই চিহ্নিত হয়েছে চেন্নাইয়ে। এটিকে এখন ভারতের অন্যতম বৃহত্তম হট স্পট হিসেবে গণ্য করা হচ্ছে।
তামিলনাড়ুতে মোট মৃত্যুর হার তুলনামূলকভাবে কম হলেও সংক্রমণের ঊর্ধ্বগতি রোধ করতে চেন্নাইয়ে লকডাউন পুনরায় শুরু করা হলো। পুনরায় লকডাউন শুরু করা এটিই এখন ভারতের একমাত্র শহর।
এদিকে লকডাউন শুরু হওয়ার আগে হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। স্থানীয় খবরে বলা হয়েছে, শহর থেকে বের হয়ে আসার জন্য যানবাহনের চেকপোস্টে গাড়ির ভীড় লেগে ছিলো। দি হিন্দু’র খবরে বলা হয়েছে, চেন্নাই বিমানবন্দরেও গত কয়েক দিনে মানুষের ভিড় দ্বিগুণ হয়েছে।
ভারত এখন বিশ্বের চতুর্থ সর্বোচ্চ করোনা আক্রান্তের দেশ। যদিও এই মাসের শুরুতে ভারত লকডাউন তুলে নিতে শুরু করেছিলো। কিন্তু সংক্রমণের হার বিবেচনায় নিয়ে দেশটি পুনরায় চেন্নাইয়ে আবার লকডাউন দিতে বাধ্য হলো।