প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ১৯ জুন, বৃহস্পতিবার ভোররাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার করোনা শনাক্ত হয়। জেলা পুলিশের অতিরিক্ত সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী এই তথ্য নিশ্চিত করেন।
মৃত পুলিশ সদস্যের নাম মো. ফয়সাল আলম (৩৮)। তিনি রাজশাহীর গোদাগাড়ী থানার রাজাবাড়ী হাটের রানীনগর গ্রামের বাসিন্দা। তিনি বগুড়া সদর থানার নারুলী পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে অতিরিক্ত সুপার সনাতন চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে হঠাৎ করে ফয়সাল আলম বুকে ব্যথা অনুভব করেন। অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে বগুড়া পুলিশ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
তিনি আরো জানান, ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টায় মারা যান ফয়সাল আলম। মৃত্যুর পর তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। ওই করোনার রিপোর্টের ফল পজেটিভ আসে।
বাংলা/এনএস