বিশ্বজুড়ে একদিনে রেকর্ডসংখ্যক দেড় লাখের বেশি মানুষ করোনায় আকান্ত হয়েছেন। গতকাল ১৯ জুন, শুক্রবার ব্রিফিংয়ে এ তথ্য জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস।
তিনি জানিয়েছেন, বিশ্বব্যাপী গতকাল দেড় লাখের বেশি মানুষ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের কাছে তথ্য এসেছে।
গত সপ্তাহে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বেশি উল্লেখ করে ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, ‘এগুলোর প্রায় অর্ধেক এসেছে আমেরিকা থেকে। দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্য থেকেও প্রচুর আক্রান্তের রিপোর্ট পাওয়া গেছে।’
সতর্ক করে দিয়ে টেড্রোস আরো বলেন, ‘বিশ্ব এক নতুন এবং বিপজ্জনক পর্যায়ে রয়েছে। অনেক লোক বোধগম্যভাবে ঘরে বসে থেকে বিরক্ত হয়ে পড়েছে। দেশগুলো তাদের সমাজব্যবস্থা সচল এবং অর্থনীতি নতুন করে চালু করতে আগ্রহী। তবে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে।’
এটি এখন মারাত্মক এবং বেশিরভাগ মানুষ এখনো সংবেদনশীল অবস্থায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ শীর্ষ কর্মকর্তা আরো বলেন, ‘যে কারণে ডব্লিউএইচও জনগণকে অন্যদের থেকে দূরত্ব বজায় রাখার জন্য পরামর্শ দিচ্ছে। সেই সাথে অসুস্থ বোধ করলে আপনি বাড়িতেই থাকুন, প্রয়োজনে মাস্ক ব্যবহার করুন এবং ঘন ঘন আপনার হাত ধুয়ে নিন।’
উল্লেখ্য, আজ ২০ জুন, শনিবার সকাল পর্যন্ত সারা পৃথিবীতে করোনাভাইরাসে আক্রান্ত বেড়ে ৮৭ লাখ ৫৭ হাজার ৭৪৮ জনে দাঁড়িয়েছে। ইতোমধ্যে এদের ৪ লাখ ৬২ হাজার ৫১৯ জন মারা গেছেন। সুস্থ হয়ে উঠেছেন ৪৬ লাখ ২৫ হাজার ৪৪৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৬ লাখ ৬৯ হাজার ৭৮৪ জন, যাদের ৫৪ হাজার ৭৯৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
বাংলা/এসএ/