নোকিয়া স্মার্টফোন নির্মাতা এইচএমডি গ্লোবাল ফিলিপাইনে একটি বাম্পার অফার নিয়ে এসেছে। যেখানে গ্রাহকরা একটি ফোন কিনলে আরেকটি ফোন বিনামূল্যে পেতে পারেন।
কোম্পানি এই অফার নোকিয়া ৭.২ এর উপর এনেছে। এই অফারে নোকিয়া ৭.২ কিনলে পাওয়া যাবে একটি মোবাইল কেস, হুডি ও নোকিয়া সি১ স্মার্টফোন।