World Barta
সকাল ১০:১৭ ১০ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ
No Result
View All Result
Barishal Barta
  • হোম
  • জাতীয় বার্তা
    • জাতীয়
    • ক্রাইম বার্তা
    • ক্যাম্পাস বার্তা
    • পজেটিভ বাংলাদেশ
  • বরিশাল বিভাগ
    • বরিশাল
    • বরগুনা
    • ভোলা
    • পটুয়াখালী
    • পিরোজপুর
    • ঝালকাঠি
  • মনোরঞ্জন
    • ক্রীড়া বার্তা
    • বিনোদন বার্তা
    • দর্শনীয় স্থান
  • বিশ্ববার্তা
  • বিবিধ বার্তা
    • ধর্ম বার্তা
    • অর্থনীতি
    • শোক ও স্মরণ
    • আইন-আদালত
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
  • হোম
  • জাতীয় বার্তা
    • জাতীয়
    • ক্রাইম বার্তা
    • ক্যাম্পাস বার্তা
    • পজেটিভ বাংলাদেশ
  • বরিশাল বিভাগ
    • বরিশাল
    • বরগুনা
    • ভোলা
    • পটুয়াখালী
    • পিরোজপুর
    • ঝালকাঠি
  • মনোরঞ্জন
    • ক্রীড়া বার্তা
    • বিনোদন বার্তা
    • দর্শনীয় স্থান
  • বিশ্ববার্তা
  • বিবিধ বার্তা
    • ধর্ম বার্তা
    • অর্থনীতি
    • শোক ও স্মরণ
    • আইন-আদালত
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
No Result
View All Result
Barishal Barta
  • বিশ্ববার্তা
  • মোবাইল অ্যাপ
  • যোগাযোগ
বিজ্ঞাপন
হোম খোলামত

আমার করোনা আক্রান্ত মন এবং রাষ্ট্র ও তার উন্নয়ন…

বরিশাল বার্তা ডেস্ক
২০২০/০৬/২১
ক্যাটাগরি খোলামত
World Barta


আবদুল্লাহ মাহফুজ অভি :


১.
কয়েকদিন আগে লেখাটি শুরু করেছিলাম কিউবা বিপ্লবের অন্যতম মহানায়ক চে গেভারার জন্মদিনের দিন (১৪ জুন)। তখনো আমরা সরকারি হিসেবে করোনা আক্রান্তের সংখ্যায় লাখের ঘরে পৌঁছাইনি। তখনো আমি জানিনা আমার শরীরে এই ভাইরাসটি আদৌ প্রবেশ করেছে, কি করে নাই। তবে করোনা উপসর্গ ছিলো কিছুটা। শারীরিক অসুস্থতার কারণে কিছুটা লিখে তারপর থেমে যাই। সেদিন আর লেখা হয়নি।

এরপর গত কয়েকদিন আর লেখার মতো ধৈর্য্য, শক্তি, মানুষিক অবস্থা কোনটাই ছিলোনা। আজ আবার যখন লেখাটি শুরু করেছি ততোদিনে আমরা করোনা আক্রান্তে সরকারি হিসেবে লাখের ঘরে পৌছে গেছি এবং আমিও জেনে গেছি আমার শরীরে পৌঁছে গেছে করোনা ভাইরাস। আমি আক্রান্ত। 

নিজের মনবল ধরে রাখার লড়াই যখন করে যাচ্ছি তখন সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন বন্ধু স্বজন ও সংবাদ কর্মীদের মাধ্যমে যেসব গল্প ছবি চিত্র দেখছি তাতে মনবল ধরে রাখা কঠিন। যদিও সরকারের শীর্ষ এক মন্ত্রী বলেছেন ‘সরকারের উপর আস্থা’ রাখতে। কিন্তু আমার জানা নেই, বৃদ্ধ বাবাকে কোলে নিয়ে হাসপাতালে হাসপাতালে ছুটে যাওয়া সন্তানের আহাজারী দেখে কিভাবে আস্থা রাখবো? হাসপাতালে হাসপাতালে ছুটতে ছুটতে পথেই মারা যাচ্ছেন অনেকে এইসব খবরে ভেতর আমি আস্থা কোথায় পাবো? যখন শুনি কোন স্বনামধন্য চিকিৎসক (বরিশালের ডা. আনোয়ার) বিভাগীয় শহরের প্রধান হাসপাতাল ফেলে এয়ার এ্যাম্বুল্যান্সে উড়ে আসেন ঢাকায় এবং চিকিৎসার জন্য এ হাসপাতাল ও হাসপাতালে ছুটেছেন। শেষ পর্যন্ত অনেক ঘুরে একটি আইসিইউ বেড মিললেও বাঁচতে পারেননি। এই সংবাদ পড়ে আমি কোথায় আস্থা রাখবো?

হাসপাতালের জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে চিকিৎসা না পেয়ে ছোট্ট শিশুকে বুকে জড়িয়ে কাঁদছে মা, সারাদিন হাসপাতালে হাসপাতাল ঘুরে অবশেষে স্বামীর নিথর দেহটি হুইল চেয়ারে নিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকা স্ত্রীর শোকার্ত ছবি দেখার পর কোথা থেকে আস্থা আসবে? গণমাধ্যমেই দেখলাম শ্বাসকষ্টে ভোগা ছোট্ট শিশুকে নিয়ে তার বাবা-মা ছুটে যাচ্ছে অক্সিজেনের খোঁজে হাসপাতালে। পরে জানলাম সেই শিশুটি বাঁচেনি। আহারে অতটুকু ছোট ফুসফুসেও অক্সিজেন দিতে পারেনি আমার রাষ্ট্র। আমি  সেই ছবি দেখে সেই খবর পড়ে কিভাবে আস্থা রাখবো? আস্থা কিভাবে তৈরি হয়? কোথায় পাওয়া যায় আপনারা বলতে পারেন?

আমি আস্থা রাখতে পারিনা, কিন্তু সে কথা বলতেও পারিনা ভয়ে। টের পাই দম বন্ধ হয়ে আসে। এই দমবন্ধ অনুভূতি কি করোনার আক্রমনে নাকি রাষ্ট্রের প্রতি আস্থা না রাখার মতো ‘অন্যায়’ করার ভয়ে তা ঠিক বুঝে উঠতে পারিনা। চোখ বন্ধ করে বিশ্রাম নেই। চিকিৎসকদের পরামর্শে শ্বাস ধরে রাখার ব্যায়ম করি। জোরে জোরে শ্বাস নেই আবার ছাড়ি…। নিজের ফুসফুসের উপর আস্থা বাড়ানোর চেষ্টা করি…।

২.
এই করোনাক্রান্ত দিনে শুয়ে শুয়ে ভাবি অবস্থা সংকাটাপন্ন হলে কোথায় যাবো? হাসপাতালগুলোর চিত্র, চিকিৎসার জন্য হাহাকার এসব কিছুইতো অজানা নয়। ভাবি আসলে কেমন হওয়া উচিত ছিলো আমাদের মতো দেশের (দরিদ্র/মধ্য আয়ের দেশ/ উন্নয়নের দেশ) স্বাস্থ্য ব্যবস্থা? কেমন হতে পারতো? মানুষের স্বাস্থ্য ব্যবস্থার মডেল হিসেবে আমার সামনে যে দেশটির মডেল আসে তা হলো কিউবা। শুরুতে বলেছিলাম বিপ্লবী চে-গেভারার কথা। কিউবায় বিপ্লবের এক অন্যতম মহানায়ক যিনি নিজেও একজন চিকিৎসক ছিলেন।

১৯৫৯ সালে কিউবায় বিপ্লবের পর ফিদেল-চে’রা যে রাষ্ট্র গঠনের  দিকে এগিয়ে যান নানা চড়াই উৎরাই বাধা পেড়িয়ে সেই রাষ্ট্রটি মানুষের খাদ্য, চিকিৎসা, বাসস্থান, শিক্ষার শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেছে। মানুষের মৌলিক অধিকারকে তারা ব্যবসায়ীদের পন্য বানাতে দেয়নি বলেই আজ এমন মানবিক রাষ্ট্র গঠন করতে পেরেছে আমেরিকার মতো শক্তিধর রাষ্ট্রে নানারকম চক্রান্ত ও অপতৎপরাতা মোকাবিলা করে।

এখানে সংক্ষেপে শুধু উল্লেখ করছি চিকিৎসা ব্যবস্থার কথা। কিউবার স্বাস্থ্য সেবা মধ্যম ও নিম্ন আয়ের দেশগুলোতো বটে, বহু ধনী দেশের স্বাস্থ্য সেবাকেও ছাড়িয়ে গেছে। আমাদের দেশের তুলনায় তাদের স্বাস্থ্য ব্যবস্থা রুপকথার মতো। এমনকি তাতের স্বাস্থ্যসেবার মান অনেক ক্ষেত্রে আমেরিকার চেয়েও উন্নত। কিউবার জনগনের চিকিৎসা্ সরকার বিনামূল্যে করে। নাগরকিদের টাকার বিনিময়ে চিকিৎসা নিতে হয়না। ধনী গরিব সবার জন্য সামান চিকিৎসা। কিউবায় নাগরিকদের কে ডাক্তার খুজতে হয়না ডাক্তাররাই রোগীদের খুজে বের করেন। সবার স্বাস্থ্যচেকাপ বাধ্যতামূলক ভাবে করা হয়। কোথাও কোন সংক্রামক রোগের লক্ষন আছে কিনা বাড়ি বাড়ি গিয়ে সেসব তথ্যও সংগ্রহ করেন স্বাস্থ্যকর্মীরা। রোগের বিস্তার ঘটনার আগেই তা  নির্মুলের ব্যবস্থা নেয়ার দিকে বেশি জোড় দেয়া হয়। প্রতি এক হাজার জন নাগরিকের বিপরীতে ৮ জন চিকিৎসক রয়েছে সেবা দেয়ার জন্য। শুধু তাই নয় কিউবার এই বিনামূল্যের চিকিৎসাসেবার অনেক সুবিধাই ল্যাতিন আমেরিকার অনেক দেশের নাগরিকরা পেয়ে থাকেন।

কিউবায় স্বাস্থ্য ব্যবসা নেই, স্বাস্থ্যসেবা আছে। সেখানকার নাগরিকদের সব ধরনের চিকিৎসা পরিক্ষা সবকিছুই সরকারি উদ্যোগে হয়ে থাকে । ফলে টাকা নাই তাই চিকিৎসা নেই এমন নিষ্ঠুর অসভ্য সমাজের চিত্র এখানে নেই। স্বাস্থ্যকে ব্যবসায় পরিনত হতে দেয়নি বলেই সেখানে হাসপাতালের বেড পেতে আহাজারি নেই, অক্সিজেন সিলিন্ডার নিয়ে কারাকারি নেই। এই করোনা মহামারীতে যখন তথাকথিত উন্নয়নের রোল মডেল দেশগুলো কাবু হয়ে গেছে সেখানে কিউবাকে কাবু করা যায়নি।

কিউবা এটা পেরেছে কারণ তাদের স্বাস্থ্যখাতকে তারা ধনকূবদের হাতে তুলে দেয়নি। শত বাধা সত্ত্বেও কিউবা তাদের স্বাস্থ্যখাতকে বিক্রি হতে দেয়নি। আর দেয়নি বলেই কিউবায় অক্সিজেন সিলিন্ডারের সিন্ডিকেট নেই, ওষুধ সিন্ডিকেট নেই, জীবন বাঁচানোর প্রয়োজনীয় উপাদানের দাম বাড়লো কি কমলো সেইসব নিয়ে দুঃশ্চিন্তায় ভুগতে হয়না। কারণ জনগন জানে তাদের এখানে এসব মজুদ করে ব্যবসা হয়না, টাকা/লবিং থাকলে আইসিইউ পাবে, না থাকলে পাবে না এমন ঘটনা তাদের জীবনে নেই। 

কিউবার জনগণ জানে পরিস্থিতি ভয়াবহ যাতে না হয় সেজন্য দিনরাত গবেষণা চলছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তারা আবিস্কার করছে দুনিয়াকে অবাক করে দেয়ার মতো সব প্রতিষেধক, তাদের চিকিৎসকরা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে লড়ছে রোগের বিরুদ্ধে, তাদের হাসপাতালগুলোতে পৌছাতে কোন সমস্যা হয়না তাদের। রাস্ট্রে যা কিছু আছে তার সর্বোচ্চ সুবিধা তারা পাবে। চিকিৎসার জন্য ভিটে-মাটি বিক্রির কারবার নেই! কিউবার জনগণ আস্থা পায়। তারা আমেরিকার দিকে তাকিয়ে আস্থা খোজে না। তাদের বলতে হয় না এই করোনায় আমেরিকা ইউরোপেও ভেন্টিলেটর সংকট আছে…। কিউবার জনগণের আস্থা আসে তাদের সুস্থ বেঁচে থাকার মধ্যদিয়ে, রাষ্ট্রের ব্যবস্থাপনার মধ্যে দিয়ে। তাদের চিকিৎসক যখন একটি পথ্য লেখেন তখন জনগনকে ভাবতে হয় না এটা পার্সেন্টেজের বিনিময়ে ডাক্তার লিখে অযথা তাকে দিয়ে কিনিয়ে নিচ্ছে নাতো! এইসব ভাবনা তাদের ভাবতে হয় না বলেই রোগীর স্বজনরা ডাক্তারকে মারতে তেড়ে যায় না, ভয়ে ডাক্তারও রোগিকে ফেলে পালায় না…।

৩.
গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহরুল্লাহ চৌধুরীর একটা কথা বেশ ভালো লেগেছিলো, তিনি বলেছিলেন, ‘যে হাসপাতালে নিজের চিকিৎসা করাতে পারবো না সেই হাসপাতাল বানাবো কেন?’ দেশের বড় বড় বিপনী বিতানের মতো করে গড়ে ওঠা প্রাইভেট হাসপাতালগুলোর আজ কি অবস্থা? কারিকারি টাকা নিয়ে এখানে চিকিৎসা করাতে হয় অথচ প্রয়োজনে সবই ফাকা! সে যাইহোক শ্রদ্ধাভাজন ডাক্তার জাফরুল্লাহর কথা ধরে বলতেই হচ্ছে, তাহলে আমরা এমন কি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুললাম যে আজ এতো বছরেও নিজের চিকিৎসা নিজের দেশে করাতে পারছি না? নিজের বলতে আমার মতো আম পাবলিকের কথা বলছি না যারা কেবলই সংখ্যা। আমি বলছি তাদের কথা যারা ধনকূব, যারা মন্ত্রী এমপি রাষ্ট্রের নীতি নির্ধারক। যাদের জন্য বন্ধ বিমানবন্দরও খুলে যায়, ব্যস্ত রাস্তা থেমে যায় সেই সব ভিআইপিরা তাহলে দেশ রেখে বিদেশে ছুটে যাচ্ছেন কেন চিকিৎসার জন্য? দেশে চিকিৎসা কেন করাচ্ছে না দেশের এইসব ভিআইপিরা? ‘টাকার বিনিময়ে চিকিৎসা’ এই অশালীন চর্চার বাইরেও তো যাওয়া যেতো, যেভাবে কিউবা গিয়েছে?

আমাদের দেশ স্বাধীন হওয়ার ১২ বছর আগে কিউবায় বিপ্লব হয়েছিলো এবং আজ তারা আমাদের বাস্তবতায় রুপকথার মতো এক দেশে পরিনত হয়েছে। বিপ্লবের পর দেশের স্বাস্থ্যখাতকে তারা সর্বাধিক গুরুত্ব দিয়েছে। উন্নয়ন বলতে তারা মানুষের জীবন সুস্থ বেঁচে থাকাকে মনে করেছে বিশাল বিশাল অট্টলিকা আর আসমানে উড়ানো স্যাটালাইটের চেয়েও বাড়ির আঙ্গিনায় চিকিৎসা পৌছে দিতে পারাকেই তারা উন্নয়ন মনে করেছে। আর এই উন্নয়নই সেখানকার মানুষের গড় আয়ু বাড়িয়েছে। রোগশোক থেকে বাচাচ্ছে।

আমাদের এই উন্নয়নের রাষ্ট্রের ভিআইপিরা চিকিৎসার প্রয়োজন হলেই ছুটে যান দেশের বাইরে! কিউবায় তার বিপরীত । বিভিন্ন দেশের ধুনকুব ভিআইপিরা ছুটে আসেন কিউবাতে চিকিৎসার প্রয়োজনে।

৫. 
সরকারি হিসেবে বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১২হাজার ৩০৬ জন এবং মারা গেছে ১ হাজার ৪৬৪ জন। অন্যদিকে কিউবায় এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩০৯ জন এবং মারা গেছে ৮৫ জন।  করোনার দিনগুলোর সেই শুরুতেই দেখেছিলাম কিউবা করোনা প্রতিরোধে কি কি ব্যবস্থা নিয়েছে। জানুয়ারিতে নেয়া পদক্ষেপ ফেব্রুয়ারি-মার্চেই দৃশ্যমান হয়েছে। এমনকি দেশেদেশে তাদের সেচ্ছাসেবী বিপ্লবী চিকিৎসকরাও গিয়েছে করোনা আক্রান্তদের চিকিৎসা দেয়ার জন্য। কিন্তু বাংলাদেশের প্রস্তুতি আমরা দেখছি, আমাদের জীবন দিয়ে। আজকে বাংলাদেশে আসা চীনা গবেষকরা করোনা পরিস্থিতি মোকাবিলায় আমরাদের সার্বিক কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করলেন।

এসবের মাঝেও শুনি উন্নয়নের নানা গল্প-কথা। এসব শুনতে শুনতে আরো ক্লান্ত লাগে। ভেতরে অবষাদ কাজ করে। ক্লান্ত শরীরে দীর্ঘশ্বাস ছাড়ি। দম ধরে রাখার চেষ্টা করি। প্রতিদিন বারান্দার কাছে দাড়িয়ে পশ্চিমের লালচে আকাশটা দেখতে দেখতে ভাবি, করোনা পরবর্তী পৃথিবী কেমন হবে? স্বপ্নবাজ কল্পনা বিলাসী মানুষেরা কত কথাই বলে, পৃথিবী সবুজ হবে, সমাজ মানবিক হবে মানুষ ঘুরে দাড়াবে… এইসব ভাবতে আমারও ভালো লাগে। হঠাৎ কাশি এলে ভাবনায় ছেদ পরে। আর মনে হয় যতদিন পর্যন্ত আমাদের এই মিথ্যা উন্নয়ন দর্শন না বদলাবে ততোদিন আসলে কিছুই বদলাবে না।

লেখক: সাংবাদিক ও চিত্র নির্মাতা।

বিজ্ঞাপন
শেয়ার করুন6শেয়ার করুন

পুনম পান্ডের সেক্স ও পর্নো কেলেঙ্কারি!

বিজ্ঞাপন
পূর্ববর্তী পোস্ট

রেজওয়ানা চৌধুরী বন্যা করোনায় আক্রান্ত

পরের পোস্ট

নোকিয়া ১টি ফোনের সাথে আরেকটি ফোন ফ্রি!

পরের পোস্ট

নোকিয়া ১টি ফোনের সাথে আরেকটি ফোন ফ্রি!

আপনার মন্তব্য লিখুন

বিজ্ঞাপন
Barishal Barta বরিশাল বার্তা

Sponsor by AmraSobai

প্রকাশক ও সম্পাদক - এইচ.এম.বায়েজিদ বোস্তামী

  • পরিচিতি
  • নীতি
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ

অনুসরণ করুন

No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • বিশ্ববার্তা
  • মনোরঞ্জন
    • ক্রীড়া বার্তা
    • বিনোদন বার্তা
    • দর্শনীয় স্থান
  • বরিশাল বিভাগ
    • বরিশাল
    • বরগুনা
    • ভোলা
    • ঝালকাঠি
    • পটুয়াখালী
    • পিরোজপুর
  • অন্যান্য জেলার সংবাদ
  • অন্যান্য বার্তা
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • ব্যতিক্রমী বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি

Sponsor by AmraSobai